
নয়াদিল্লি: রোগীর কাছে প্রতারণার শিকার হলেন চিকিৎসক। চিকিৎসা করিয়ে শেষ অবধি চিকিৎসকের চেম্বারে জালনোট দিয়ে গেলেন এক রোগী। ৫০০ টাকার একটি জালনোট দিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার কথা নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ওই চিকিৎসক। এ নিয়ে একটি মজাদার পোস্টও করেছেন তিনি। সঙ্গে দিয়েছেন রোগীর দেওয়া জালনোটের ছবি। তা দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। বিষয়টি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, ওই চিকিৎসকের নাম মান্নান ভোরা। নিজের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন তিনি। সম্প্রতি এক ব্যক্তি তাঁর কাছে চিকিৎসা করাতে এসেছিলেন। চিকিৎসার পর চেম্বারের রিশেপসনিস্টকে একটি ৫০০টি টাকার নোট দিয়ে যান। পরে টাকা মেলানোর সময় সেই জালনোটের বিষয়টি সামনে আসে। দেখা যায় সেই নোটের উপর লেখা রয়েছে, “কেবল স্কুলের প্রোজেক্টের জন্য ব্যবহার করা যাবে।”
রোগীর দ্বারা প্রতারিত হয়ে হতাশ চিকিৎসক লিখেছেন, “এক রোগী চেম্বারে চিকিৎসার পর ক্যাশ পেমেন্ট করেছেন। তিনি এই নোটটি দিয়ে গিয়েছেন। আমার রিশেপসনিস্ট না দেখেই রেখে দিয়েছিল নোটটি। পরে দেখা গেল নোটটি জাল।” এই ঘটনা দেখে হেসে লুটোপুটি খেয়েছেন নেটিজেনরা। কেউ বলেছেন, “অনেক সময় চিকিৎসকরা রোগীকে ঠকান। এখানে উল্টো ঘটল।” কেউ বলেছেন, “বুঝতে পারছি না হাসব, না সমবেদনা জানাব!” তবে ওই চিকিৎসকের কোথায় চেম্বার রয়েছে, কবে এই জালনোট দেওয়ার ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।