কুকুরের ব্যাগের দাম ১৪ লাখ টাকা। সেই ব্যাগ কিনে এনেছেন এক ব্যাক্তি। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। ‘ডক্টরস মাল্টিমিডিয়া’র সিইও অজয় ঠাকরে তাঁর প্রিয় পোষ্যকে নিয়ে একটি ‘লুই ভিত্তোঁ’র একটি দোকানে প্রবেশ করেন। তিনি বলেন, “আমার মনে হয় আমার সারমেয়র কিছু একটা নেওয়ার আছে।” তারপরেই হাড়ের আকৃতি একটি কাঠের তৈরি বিলাসবহুল স্যুটকেস দেখান। যার ভিতরে রয়েছে দুটি বাটি।
এই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “সব সময় এমনভাবে টাকা খরচ করো যেন আর কোনও কাল নেই। ২০ হাজার ডলারের হাড়ের ট্র্যাঙ্ক।” ২০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪ লাখ টাকা।
এর পরেই সারা পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। বহু লোক নানা ধরনের মন্তব্য করেছেন। একজন কমেন্ট করে লেখেন, “এটা কি খুব ‘কুল’ মনে হচ্ছে? এই বোকা বোকা জিনিস কিনে আপনি টাকা নষ্ট করছেন? কেউ এতে মোহিত নয়!”
অন্য আরেক ব্যাক্তি লিখেছেন, “ভেবে দেখেন এই ২০ হাজার ডলার কত অসহায় প্রাণীর প্রাণ বাঁচাতে পারত। কল্পনা করুন কত ঘর হারা প্রাণীর ছাদ হতে পারত? ভেবে দেখুন এত প্রাণীর প্রাণ বাঁচিয়ে আপনার কেমন লাগত?”
যদিও সবাই যখন নেতিবাচক মন্তব্য করছে, তখন কেউ কেউ অজয়ের পাশেও দাঁড়িয়েছে। এক ব্যাক্তি লেখেন, “আমি তাঁদের পছন্দ করি যাঁরা নিজের টাকায় নিজের শর্তে জীবন যাপন করেন। এটা হাস্যকর কত লোক ওনাকে টাকা খরচ নিয়ে জ্ঞান দিচ্ছে। তাঁরাই আবার নিজের জন্য ৮০০ ডলার দিয়ে আইফোন কেনার সময়, সমাজ সেবার কথা মনে রাখেন না।”