প্রতীক্ষার অবসান! দেশে শীঘ্রই আসছে করোনা প্রতিষেধক: মোদী

সুমন মহাপাত্র |

Dec 07, 2020 | 5:47 PM

আগ্রা মেট্রো উদ্বোধনে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, " একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই যে প্রতিষেধকের অপেক্ষা এবার শেষ হতে চলেছে।"

প্রতীক্ষার অবসান! দেশে শীঘ্রই আসছে করোনা প্রতিষেধক: মোদী
নরেন্দ্র মোদী

Follow Us

নয়া দিল্লি: কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আসবে করোনা প্রতিষেধক (COVID vaccine)। একথা বলে আগেই দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার নমো জানালেন, প্রতীক্ষা আরও কম, কোনও ভাবেই দেশবাসীকে বেশি সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। তার আগেই চলে আসবে মারণ ভাইরাসের প্রতিষেধক।

আগ্রা মেট্রো উদ্বোধনে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, ” একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই যে প্রতিষেধকের অপেক্ষা এবার শেষ হতে চলেছে।” নরেন্দ্র মোদী এ-ও জানান, তিনি বিজ্ঞানীদের সঙ্গে দেখা করে বুঝেছেন দেশকে আর প্রতিষেধকের জন্য প্রতীক্ষা করতে হবে না।

শুধু তাই নয় নমো একথাও মনে করিয়ে দেন যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাস্ক ও সামাজিক দূরত্ব। দেশে আজই অনুমোদন চেয়ে সরকারের কাছে আবেদন করেছে সেরাম। দেশে কোভিশিল্ডের আপদকালীন অনুমোদন চেয়েছে এই প্রতিষেধক নির্মাতা সংস্থা। অন্য দিকে আগে থেকেই দেশে করোনা অনুমোদনের আবেদন করে বসে আছে ফাইজ়ার। তাদের করোনা প্রতিষেধককে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে ব্রিটেন ও বাহরাইন। তবে ফাইজ়ারের (Pfizer) কোনও ট্রায়াল এ দেশে হয়নি। সেক্ষেত্রে ট্রায়ালের নিরিখে দুই ভ্যাকসিনের দৌড়ে এগিয়ে কোভিশিল্ডই।

আরও পড়ুন: শান্তিপূর্ণভাবেই হবে ভারত বনধ, জানাল কৃষক সংগঠন

এছাড়াও মার্কিন এফডিএর (FDA) কাছে অনুমোদন চেয়েছে মডার্না। বিশেষজ্ঞরা এ বিষয়েও আশাবাদী যে মডার্নাকে অনুমোদন দিতে পারে মার্কিন প্রশাসন। অর্থাৎ বিশ্বে ভ্যাকসিনের খরা কাটলেও কাটতে পারে। আর একবার ভ্যাকসিন এসে গেলে বিশ্বের অন্যতম ভ্যাকসিন উৎপাদক দেশ ভারতেও ভ্যাকসিন আসতে খুব একটা দেরি হবে না। তাই নরেন্দ্র মোদীর বক্তব্যে আশা দেখছেন অনেকেই।

Next Article