
অল্পের জন্য রক্ষা পেল সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস। চলন্ত অবস্থায় খুলে গেল ট্রেনের কাফলিং। দু-ভাগ হয়ে যায় ট্রেনে। এগিয়ে যায় ইঞ্জিন মূল ট্রেন। শেষে রয়ে যায় একটি বগি।
সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া আসছিল ট্রেনটি। ডাউন ট্রেনে ঘটে এই বিপত্তি। শ্রী কাকুলামের পা পলাশরের কাছে ঘটনাটি ঘটে বলে খবর সূত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় রেল কর্তৃপক্ষ। চলন্ত ট্রেনে হঠাৎ অনুভূত হয় বিশাল ঝাঁকুনি। তখন দেখা যায় দুটি বগি মাঝখান থেকে আলাদা হয়ে যায়। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় ট্রেনটিকে। ঘটনাটি জানতে পেরে ছুটে আসেন রেল আধিকারিকরা।
প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়। পুনরায় ওই বগিকে ট্রেনের সঙ্গে জুড়ে তারপর হাওড়ার উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। আচমকা ঝাঁকুনি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরাও। এই ঘটনার জেরে প্রায় দু’ঘন্টা বন্ধ বিঘ্নিত হয় ট্রেন চলাচল। ব্যাহত হয় ব্রহ্মপুর-বিশাখাপত্তনম রেলপথে ট্রেন চলাচল। পরে ট্রেন ফের রওনা হলে স্বাভাবিক হয় পরিষেবা। যদিও আজ কোনও বড় দুর্ঘটনা ঘটেনি, তবে অচিরেই বড় বিপদ হতে পারত বলে জানিয়েছেন রেল ইঞ্জিনিয়াররা। এমনকি উলটে যেত পারত বগিটি। কী করে এমন ঘটল, তা খতিয়ে দেখছে রেল।