
শ্রীনগর: ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ডঃ উমর নবির বাড়ি। দিল্লি বিস্ফোরণের অন্যতম চক্রী উমর নবি। সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরণ হয় যে গাড়িতে, সেই গাড়ির ভিতরে ছিলেন উমর। এবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী।
তদন্ত চলছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের। এরমধ্যেই হামলার অন্যতম মাথা উমর নবির বাড়ি ধ্বংস করে দেওয়া হল। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে এই বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, তল্লাশি চলাকালীন উমর নবির বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়। এরপরই বাড়িটি ধ্বংস করে দেওয়া হয়। গোটা এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। দক্ষিণ কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। সারা রাত ধরেই উপত্যকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। ইতিমধ্যেই ফরেন্সিক টিমও উপস্থিত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য়ে থেকেই প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পরই সেই রাতে উপত্য়কায় অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ। গ্রেফতার করা হয় ৬ জনকে, যার মধ্যে ডঃ উমর নবির পরিবারের ৩ সদস্যও ছিলেন। উমরের সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্ত দুই চিকিৎসক মুজাম্মিল আহমেদ শাকিল ও শাহিন শাহিদ। মুজাম্মিলের ভাড়া বাড়ি থেকে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়।
বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল উমরের দেহ। বিস্ফোরণ হওয়া গাড়ির ভিতরে একটি পায়ের অংশ আটকে ছিল। সেখান থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হয়। উমরর মায়ের সঙ্গে ডিএনএ ম্যাচ হওয়ায় নিশ্চিত হয় যে বিস্ফোরণ ঘটিয়েছিল উমরই।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, অত্যন্ত মেধাবী ছিলেন উমর। নিজের পড়াশোনা ও কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। তবে বিগত দুই বছর ধরে তাঁর মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছিল। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে যোগ দিয়েছিলেন উমর, যেখানে মগজ ধোলাই করা হত।