Akash-NG: বক্সিং-ডে তে সেনার জন্য বিশেষ উপহার DRDO-র

পরিস্থিতি যেমনই হোক, ভারত নিজের নিরাপত্তা নিজেই সামলাতে সক্ষম, এই বার্তাই আবার স্পষ্ট হল। বড়দিনে নৌ- সেনাকে উপহার দিয়েছিলেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা, এবার বক্সিং ডে’তে সেনার জন্য উপহার দিল ডিআরডিও। নেক্সট জেনারেল আকাশ মিসাইল বা আকাশ এনজি যাবতীয় ট্রায়াল পেরিয়ে হামলার জন্য তৈরি।

Akash-NG: বক্সিং-ডে তে সেনার জন্য বিশেষ উপহার DRDO-র

| Edited By: Purvi Ghosh

Dec 27, 2025 | 8:59 PM

পরিস্থিতি যেমনই হোক, ভারত নিজের নিরাপত্তা নিজেই সামলাতে সক্ষম, এই বার্তাই আবার স্পষ্ট হল। বড়দিনে নৌ- সেনাকে উপহার দিয়েছিলেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা, এবার বক্সিং ডে’তে সেনার জন্য উপহার দিল ডিআরডিও। নেক্সট জেনারেল আকাশ মিসাইল বা আকাশ এনজি যাবতীয় ট্রায়াল পেরিয়ে হামলার জন্য তৈরি।

ডিআরডিও সূত্রে খবর, দু’দিন আগে আকাশ এনজি-র ইউজার ট্রায়াল সম্পন্ন হয়েছে। ইউজার ট্রায়াল মানে, মিসাইল ফায়ার হওয়ার পর বাস্তবে তার পারফরম্যান্স কেমন, কোথাও কোনও ত্রুটি রয়েছে কি না, সবকিছু খতিয়ে দেখা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আকাশ এনজি। সূত্রের দাবি, এই মুহূর্তেই আকাশ এনজিকে সেনার হাতে তুলে দেওয়া সম্ভব।

Akash NG অর্থাৎ আকাশ নিউ জেনারেশন। আগের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের উন্নত সংস্করণ এটি। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের একাধিক আকাশপথে হামলা রুখে দিয়েছিল আকাশ এয়ার ডিফেন্স। সেই সাফল্যের পরই আকাশের আরও আধুনিক রূপ নিয়ে কাজ শুরু করে ডিআরডিও ও সেনা।

আকাশ এনজি ঠিক কতটা উন্নত এবং কী কী ক্ষমতা রয়েছে, সে বিষয়ে এখনও সেনার তরফে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে সম্প্রতি দিল্লিতে এক সেনা সম্মেলনে একজন উচ্চপদস্থ সেনাকর্তা ইঙ্গিত দিয়েছিলেন, ভারত খুব শীঘ্রই নিজস্ব অত্যাধুনিক এয়ার ডিফেন্স ব্যবস্থা গড়ে তুলতে চলেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যেই ভারত নিজের ‘এস-৪০০ স্তরের’ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করবে।

সেনা সূত্রের মতে, আকাশ এনজি, পুরনো আকাশের তুলনায় অনেকটাই উন্নত। তবে এখানেই শেষ নয়। আকাশ এনজি-র থেকেও বহুগুণ শক্তিশালী হবে ভারতের নিজস্ব ভবিষ্যৎ মিসাইল ডিফেন্স সিস্টেম।