
গত বছর অগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকেই অশাংত বাংলাদেশ। সেই অশান্তির আঁচ ক্রমাগত এসে পড়েছে ভারতেও। উত্তপ্ত হয়েছে সীমান্ত এলাকাও। এবার নতুন করে উত্তেজনা ছড়াল বাংলাদেশ লাগোয়া ত্রিপুরা সীমান্তে। সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলার এক সীমান্তবর্তী গ্রামে স্থানীয়রা ভারতীয় ভূখণ্ডের ভেতরে একটি সন্দেহভাজন বাংলাদেশি ড্রোন আবিষ্কার করে। যার পরেই ছড়িয়েছে উত্তেজনা।
গ্রামবাসীদের মতে, এক কৃষক প্রথম ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বিলোনিয়া মহকুমার বল্লমুখায় একটি ধানক্ষেতে ড্রোনটি দেখতে পান। যেখানে ড্রোনটি পাওয়া যায় সেই জায়গাটি সীমান্তের ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
ওই কৃষকের দাবি, কয়েকদিন আগে তাঁরা বাংলাদেশের দিক থেকে ওই এলাকার উপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখেছেন। প্রাথমিক ধারণা নজরদারি চালাতে ওই ড্রোন ওড়চ্ছিল। সন্দেহ, উদ্ধার হওয়া ডিভাইসটি ওই একই ড্রোন হতে পারে।
পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা লাগানো ড্রোনটি উদ্ধার করে। ত্রিপুরা পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী উভয়ই সংবেদনশীল সীমান্ত অঞ্চলে ড্রোনটির উৎপত্তিস্থল এবং এর ওড়ার পিছনের উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের মতে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় ড্রোনটি উড়তে দেখা গেছে। সন্দেহ এটি বাংলাদেশের দিক থেকে এসেছিল।
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ত্রিপুরায়া ৮৫৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তের ৯৭ শতাংশেরও বেশি অংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা।