Drone recover: রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছ থেকে উদ্ধার ভাঙা ড্রোন, চাঞ্চল্য
Drone: এই ড্রোনটি কোথা থেকে, কী উদ্দেশে এসেছে, ড্রোনটি পাঠানোর পিছনে পাকিস্তানের হাত রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এটি পাকিস্তানি ড্রোন হওয়ার আশঙ্কা খারিজ করে দিচ্ছে না পুলিশ।

জয়পুর: ফের রাজস্থান সীমান্তে উদ্ধার ড্রোন (Drone)। এবার ভারত-পাক (Indo-Pak border) সীমান্ত-সংলগ্ন রাজস্থানের শ্রীকরণপুর এলাকায় একটি মাঠ থেকে মিলল একটি ড্রোন। বিএসএফ এবং রাজস্থান পুলিশের যৌথ তল্লাশি অভিযানে রবিবার বিকালে ড্রোনটি উদ্ধার হয়। তবে ড্রোনটি আস্ত ছইল না, ভেঙে পড়েছিল মাঠে। রাজস্থান BSF-এর তরফে টুইট করে খবরটি জানানো হয়েছে।
রাজস্থান বিএসএফ-এর তরফে টুইটে বলা হয়েছে, ২৭ অগস্ট শ্রীগঙ্গানগর বিএসএফ এবং রাজস্থান পুলিশের যৌথ তল্লাশি অভিযানে ভারত-পাকিস্তাব সীমান্তের কাছে শ্রীকরণপুর এলাকায় একটি মাঠ থেকে পাক ড্রোন উদ্ধার হয়েছে। ড্রোনটি ভাঙা অবস্থায় মাঠে পড়েছিল।
On 27 Aug 2023, #𝐁𝐒𝐅 𝐒𝐫𝐢𝐆𝐚𝐧𝐠𝐚𝐧𝐚𝐠𝐚𝐫 & Rajasthan Police, in a 𝐣𝐨𝐢𝐧𝐭 𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 operation, recovered a broken Hexacopter #𝐃𝐫𝐨𝐧𝐞 from the fields near the Indo-Pak IB in gen area #Srikaranpur.#FirstLineofDefence#AlwaysAlert pic.twitter.com/1osPMO4EVq
— BSF RAJASTHAN (@BSF_Rajasthan) August 27, 2023
এই ড্রোনটি কোথা থেকে, কী উদ্দেশে এসেছে, ড্রোনটি পাঠানোর পিছনে পাকিস্তানের হাত রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এটি পাকিস্তানি ড্রোন হওয়ার আশঙ্কা খারিজ করে দিচ্ছে না পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রাজস্থান পুলিশ ও বিএসএফ-এর যৌথ বাহিনী।
প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই পঞ্জাবে সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছিল একটি পাক ড্রোন। বিএসএফ ও পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে পঞ্জাবের তারাণ জেলার রাজোক গ্রামের উপকণ্ঠে আকাশে উড়ছিল ড্রোনটি। সেটি পাকিস্তানি ড্রোন বলে নিশ্চিত করেছে পঞ্জাব পুলিশ।
বিএসএফ পঞ্জাব বাহিনীর এক সিনিয়ার আধিকরিক জানান, সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানরা তারান জেলার রাজোক গ্রামের নিকটবর্তী এলাকায় পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে একটি সন্দেহভাজন উড়ন্ত বস্তু (ড্রোন) প্রবেশ করার শব্দ শুনতে পায়। তারপর জওয়ানরা সেটি গুলি করে নামায়। আবার গত এপ্রিলে পঞ্জাবের অমৃতসরের ধানোই কালোন গ্রামের কাছে একটি ড্রোন গুলি করে নামান বিএসএফ জওয়ানরা। সেই ড্রোনের ভিতর ২ কেজি মাদক পাওয়া যায়। অর্থাৎ ড্রোনে করে মাদক পাচার করার চেষ্টা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
