ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের ভিতরেও ড্রোনের নজরদারি, তীব্র প্রতিবাদ ভারতের
Drone seen inside Indian High Commission in Islamabad: ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের ভিতরেও ড্রোনের দেখা মিলল।
ইসলামাবাদ: সীমান্ত টপকিয়ে নজরদারির অভিযোগ উঠেছিল আগেই। শুক্রবার সকালেও পাকিস্তান থেকে একটি ড্রোন জম্মু-কাশ্মীরের আর্ণিয়া সেক্টরে নজরদারি চালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ ওঠে। এ বার ভারতীয় হাই কমিশনের চত্বরেও ড্রোনের দেখা মিলল। পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন চত্বরে এই ড্রোনটি দেখা যায়। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
Drone was spotted inside Indian High Commision in Islamabad, Pakistan. India strongly objected to this security breach.
— ANI (@ANI) July 2, 2021
বায়ুসেনার ঘাঁটিতে হামলার পর থেকেই প্রায় প্রতিদিনই জম্মুর একাধিক অঞ্চলে ড্রোনের উপস্থিতি নজরে আসছে। এ দিন ভোরবেলায় আর্ণিয়া সেক্টরেও একটি ড্রোনকে নজরদারি চালাতে দেখা যায়। বিএসএফের জওয়ানরা ছয় রাউন্ড গুলি চালালে তা পাক সীমান্তের দিকে পালিয়ে যায়।
আরও পড়ুন: ৬ রাজ্যে ফের করোনার চোখ রাঙানি, পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি পাঠানো হল কেন্দ্রীয় দল