বিশাখাপত্তনম: একটি ট্রেনের ঘাড়ে উঠে গিয়েছে আরেকটি ট্রেন। দু’দিকেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলি। ওড়িশার বাহানাগা নাকি অন্ধ্র প্রদেশের কান্তাকাপল্লি, তা এক নজরে দেখে বোঝা মুস্কিল। চলতি বছরের জুন মাসে ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগায় ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। দুটি ট্রেন ও মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ২৭৮ জন। আহত হয়েছিলেন আরও কয়েকশো মানুষ। বছর শেষে সেই দুর্ঘটনারই ছায়া অন্ধ্র প্রদেশে। রবিবার রাতে বিশাখাপত্তনম থেকে পালসা ও বিশাখাপত্তনম থেকে রায়গড়গামী দুটি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৫০ জন। রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটায় তার ভয়াবহতা বোঝা যাচ্ছিল না। সকালে ড্রোন ভিজ্যুয়াল প্রকাশ্যে আসতেই দেখা গেল, গত রাতে কী ভয়ঙ্করভাবে সংঘর্ষ হয় দুটি ট্রেনের মধ্যে।
রেল সূত্রে জানা গিয়েছে, সিগন্যাল না থাকায় বিশাখাপত্তনম-পালাসাগামী ট্রেনটি মেইন লাইনে সীমিত গতিতে ছিল। সেই সময়ই ভাইজ্যাক-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটি পিছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে পালাসা প্যাসেঞ্জার ট্রেনটির শেষ তিনটি কামরা লাইনচ্যুত হয়। রায়গড় প্য়াসেঞ্জার ট্রেনটিরও ইঞ্জিন ও দুটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে। পাশের লাইনে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। তার উপরে গিয়ে আছড়ে পড়ে লাইনচ্যুত হওয়া একটি কামরা।
#WATCH | Drone visuals of the train collision in Vizianagaram, Andhra Pradesh. Rescue operations underway pic.twitter.com/ou24l03HP1
— ANI (@ANI) October 30, 2023
এ দিন সকালে দুর্ঘটনাস্থলের ড্রোন ভিজ্যুয়ালে দেখা যায়, পরপর দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। একটি কামরা বেঁকে ডানদিকের নীচু জমিতে পড়ে রয়েছে। বাকি কামরাগুলি বাদিকে একে অপরের উপরে উঠে গিয়েছে। দাঁড়িয়ে থাকা মালগাড়িটিও বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার জেরে ১৮টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। ২২টি ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে। দিল্লিতে রেল মন্ত্রকের তরফে একটি ওয়ার রুম তৈরি করা হয়েছে। ইস্ট কোস্ট রেলওয়ের তরফেও একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এই নম্বরগুলি হল- 0674-2301625, 2301525, 2303069, 0891-2885914।