গাজিয়াবাদ: দিওয়ালি আলোর উৎসব, আনন্দের উৎসব। কিন্তু সেই আলোর দিনেই এক মহিলার জীবনে নেমে এল চরম অন্ধকার। জীবনে যতদিন তিনি বেঁচে থাকবেন এই অন্ধকারের গ্লানি তাঁকে তাড়া করে বেড়াবে। কারণ, একদিন তিনি যাঁকে জন্ম দিয়েছিলেন, ছোট থেকে বড় করে তুলেছেন, নিজের সন্তানের কাছেই ধর্ষিত হতে হলে তাঁকে। শিউরে উঠলেও রূঢ় বাস্তবকে অস্বীকার করা অসম্ভব।
মাদকাসক্ত ও মদ্যপ এক যুবক দিওয়ালির রাতে নিজের মা’কেই ধর্ষণ করলেন। এমনকি ধর্ষণের সময় নিজের মায়ের গলায় ধারালো ব্লেড ধরে যুবকের হুমকি, তিনি যদি তাঁর কাছে আত্মসমর্পণ না করেন তবে তাঁকে হত্যা করতেও তিনি দ্বিধাবোধ করবে না। পুলিশ সূত্রে খবর, নির্যাতিত মহিলার অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গাজিয়াবাদের টিলা মোড় থানার নিকট একটি বস্তিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, দিওয়ালির দিন রাতে, বাড়িতে পৌঁছন ওই মদ্যপ যুবক। সেই সময় তিনি মাদকের নেশায় ছিলেন। বাড়িতে পৌঁছেই নিজের মায়ের দিকে অগ্রসর হন ওই যুবক। তাঁর উদ্দেশ্য বুঝতে পেরে মহিলা তাঁকে বাধা দেন। সেই সময়েই ধারালো অস্ত্র বের করে ওই মহিলাকে খুন করার হুমকি দেন ওই যুবক।
নিজের ছেলেকে আটকানোর চেষ্টা করলেও ওই যুবক মহিলার গলায় ছুরি বসিয়ে চাপ দিতে থাকেন। প্রাণ ভয়ে আত্মসমর্পণ করা ছাড়া মহিলার কাছে আর কোনও উপায় ছিলনা। শহরের পুলিশ প্রধান জ্ঞানেন্দ্র সিং এমনটাই জানিয়েছেন। এই ঘটনা ঘটে যাওয়ার পর কোনক্রমে থানায় পৌঁছে নিজের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তারপরেই অভিযুক্তকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিবরণ দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। তিনি জানিয়েছেন, তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে নিজের ছেলের কাছে তাঁকে ধর্ষিত হতে হবে। জানা গিয়েছে ওই মহিলার স্বামীও মাদকাসক্ত ছিলেন। এবং তিনিও ওই মহিলাকে ছেড়ে দিয়েছেন।
” আমার স্বামী রামপুরে থাকেন। তিনিও মাদকাসক্ত। তিনি সংসারের খরচ চালানোর জন্য কোনও টাকা দেন না। আমি নিজে কাজ করে নিজের চার সন্তানের দেখভাল করেছি। আমি কখনও ভাবিনি আমার ছেলে আমাকে ধর্ষণ করবে।” জানিয়েছেন মহিলা।
আরও পড়ুন অনুষ্ঠান বাড়িতেই বাঙ্কার বানিয়ে থাকছে নিরাপত্তা বাহিনী! টুইটারে ক্ষোভ উগরালেন আবদুল্লা-মুফতি
আরও পড়ুন পর্যাপ্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে লাগল আগুন? রোগী মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ ঠাকরে প্রশাসনের