Medicine: মুঠো মুঠো মাথা ব্যথা বা সর্দি-কাশির ওষুধ খান? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ

Drug Controller: জানা গিয়েছে, অ্যান্টি-ডিপ্রেসেন্ট, কফ সিরাপ, ঠান্ডা, ফ্লু, মাথা ও শরীর ব্যথার ওষুধের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। এই ধরনের ওষুধ উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে আর বাধা রইল না।  নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই ওষুধগুলি প্রস্তুত ও বিক্রি করা যাবে। 

Medicine: মুঠো মুঠো মাথা ব্যথা বা সর্দি-কাশির ওষুধ খান? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay

|

Jan 13, 2024 | 4:20 PM

নয়া দিল্লি: একসময়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মাথা ব্যথা, গা-হাত-পা ব্যথার বিভিন্ন ওষুধের উপরে। এবার এমনই কিছু ওষুধের (Banned Medicine) উপর থেকে তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা । পাঁচটি ফিক্সড ডোজ কম্বিনেশন মেডিসিনের উৎপাদন ও বিক্রির অনুমতি দেওয়া হল ড্রাগ কন্ট্রোলারের (Drug Controller) তরফে। তবে এই অনুমতি শর্তসাপেক্ষ।

জানা গিয়েছে, অ্যান্টি-ডিপ্রেসেন্ট, কফ সিরাপ, ঠান্ডা, ফ্লু, মাথা ও শরীর ব্য়াথার ওষুধের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। এই ধরনের ওষুধ উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে আর বাধা রইল না।  নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই ওষুধগুলি প্রস্তুত ও বিক্রি করা যাবে।

কী শর্তে অনুমতি মিলল?

এফডিসি বা ককটেল মেডিসিন, যেখানে একটি ওষুধের মধ্যেই একাধিক ড্রাগ থাকে, যেমন অ্যান্টিবায়োটিক, তা সরকারের কড়া নজরে ছিল। চিকিৎসক-বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের অ্যান্টিবায়োটিক অতিরিক্ত সেবনের ফলে অন্য রোগের ওষুধের কার্যকারীতায় প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। অবৈজ্ঞানিক ফর্মূলা বা কম্বিনেশনে তৈরি ওষুধ নজরে আসতেই গত বছর এমন ১৪টি ওষুধের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।

জানা গিয়েছে, ড্রাগ কন্ট্রোলারের তরফে সমস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে ওষুধের সুরক্ষা ও কার্যকারীতার তথ্য জমা দিতে বলা হয়েছে। দুটি ওষুধের ডোজ ও তথ্যের লেবেলও পরিবর্তন করতে বলা হয়েছে। সুরক্ষার জন্য এই ওষুধগুলির স্টেজ-৪ ক্লিনিকাল ট্রায়ালের পরামর্শ দেওয়া হয়েছে।