
মুম্বই: অমানবিক! চার বছরের মেয়ে বায়না করেছিল চকোলেটের জন্য। চেয়েছিল টাকা। মদে আসক্ত বাবা তাতেই রেগে খুন করলেন মেয়েকে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।
নৃশংস ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লাতুর জেলায়। অভিযুক্ত ব্যক্তির নাম বালাজি রাঠোর। মদে আসক্ত ছিলেন তিনি। সারাদিনই মদের নেশায় ডুবে থাকতেন। এই নিয়ে পরিবারে অশান্তিও হত। ঝগড়া-অশান্তির জেরেই বাড়ি ছেড়ে চলে যান স্ত্রী। বাপের বাড়িতে থাকছিলেন তিনি। চার বছরের মেয়েকে রেখে গিয়েছিলেন স্বামীর কাছেই।
রবিবার দুপুরে চার বছরের আরুশি বাবার কাছে চকোলেটের জন্য বায়না করে। নীচের দোকানে যাওয়ার জন্য টাকা যায়। মদের নেশায় চুর বালাজি হঠাৎ মেজাজ হারিয়ে মেয়ের গলা টিপে ধরে। এরপরে স্ত্রীর শাড়ি গলায় পেঁচিয়ে খুন করেন মেয়েকে।
প্রতিবেশীরাই প্রথমে পুলিশে খবর দেন। এরপরে শিশুর মা-ও পুলিশে এফআইআর দায়ের করেন স্বামীর বিরুদ্ধে। একমাত্র মেয়েকে খুন করায় স্বামীর ফাঁসির সাজা দাবি করেছেন তিনি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।