Kerala: বাড়ছে নিপা আক্রান্ত, কেরলে ২ দিন বন্ধ স্কুল-কলেজ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 14, 2023 | 8:11 PM

কেরলের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সে রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন। তার মধ্যে ১৫৩ জনই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে ৭৭ জনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Kerala: বাড়ছে নিপা আক্রান্ত, কেরলে ২ দিন বন্ধ স্কুল-কলেজ
কেরলে বাড়ছে নিপা ভাইরাসের সংক্রমণ

Follow Us

কোঝিকোড়: নিপা ভাইরাস নতুন করে আতঙ্ক ছড়িয়েছে কেরলের বেশ কয়েকটি প্রান্তে। নিপা ভাইরাস ইতিমধ্যেই সে রাজ্যে চার জনের প্রাণ কেড়েছে। সম্প্রতি কোঝিকোড় হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়েছে। এই নিপা আতঙ্কের মধ্যেই স্কুল-কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কোঝিকোড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার সেখানে বন্ধ ছিল সমস্ত স্কুল-কলেজ। শুক্রবার তা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বদলে কোনও কোনও স্কুলকে অনলাইন মাধ্যমে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি বদল করা হবে না। ওই জেলায় যেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে কোঝিকোড়ের জেলাশাসক এ গীতা।

কেরলের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সে রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন। তার মধ্যে ১৫৩ জনই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে ৭৭ জনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ কেরলবাসীর কাছে অনুরোধ করেছেন, কোনও রকম শারীরিক অসুস্থতা হলেই দ্রুত চিকিৎসাকেন্দ্রে যেতে।

বাদুড়ের শরীর থেকে মানুষের শরীরে নিপা ভাইরাস ছড়িয়ে পড়ে। এই ভাইরাস মস্তিষ্ককে আক্রমণ করে। চিকিৎসকরা জানাচ্ছেন যারা এই সব ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাঁদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Next Article