খোলামেলা আলোচনা। বুদ্ধিদীপ্ত প্রশ্ন। অনন্য উপস্থাপনা। দর্শকমনে জায়গা করে নিয়েছিল টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’। দেশ-বিদেশের খ্যাতনামাদের দেখা গিয়েছে তাঁর এই অনুষ্ঠানে। এবার নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও। নাম ‘ডুয়োলগ NXT’। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেটসেটগো (JetSetGo)-র প্রতিষ্ঠাতা তথা সিইও কণিকা তেকরিওয়াল।
‘ডুয়োলগ উইথ বরুণ দাস’-র তিনটি সিজন অসাধারণ সাফল্য পেয়েছিল। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র সঙ্গে আলাপচারিতায় বিখ্যাত অতিথিরা তাঁদের মনের আগল খুলেছিলেন। দর্শকদের মন জয় করেছিল ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’। এবার ওই অনুষ্ঠানের নতুন অধ্যায় ‘ডুয়োলগ NXT’।
কণিকা তেকরিওয়ালের কাহিনি যেন এপিসোডের থিম ‘টার্নিং অ্যাডভারসিটি ইনটু ইনোভেশন’-র সমার্থক। এক কিশোরী, যে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিল, তাকে বলা হয়েছিল, মেয়েরা পাইলট হয় না। সেখান থেকে কাহিনির শুরু। ক্যানসারের সঙ্গে লড়াই, সংস্থার থেকে প্রত্যাখান হওয়া, এমনকী নিজের প্রাইভেট উড়ান কোম্পানি শুরু করার পরিকল্পনাকেও সকলে খারিজ করে দিয়েছিল। তবে এই প্রতিটি বাধা, প্রত্যাখানই কণিকার কাছে একটা লঞ্চপ্যাড হয়ে উঠেছিল।
টিভি৯ নেটওয়ার্কের সিইও বরুণ দাস তাঁর এই লড়াইকে সাধুবাদ জানিয়ে বলেন, “কণিকার মতো পথপ্রদর্শকদের বাকি সকলের থেকে যে জিনিসটা আলাদা করে, তা হল এরা কখনও সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে না, এরা সেই সুযোগ তৈরি করে নেয়।”
আজ জেটসেটগো দেশের মধ্যে অন্যতম বড় একটি এভিয়েশন সংস্থা, যা বিমান তৈরির হাব হয়ে উঠছে। কণিকার স্বপ্ন লাক্সারি বিমান তৈরি করার। কণিকা বলেন, “উদ্যোগপতিরা উদ্যোগপতি। লিডার লিডারই হয়। সত্যিকারের অগ্রগতি তখনই হবে যখন বর্ষসেরা মহিলা উদ্যোগপতির মতো লেবেল লাগানো বন্ধ হবে। সকলের জন্য সমান ময়দান তৈরি করার সময় এসেছে।”
কণিকা তেকরিওয়ালের সঙ্গে ডুয়োলগ নেক্সটের সম্পূর্ণ এপিসোড দেখুন নিউজ৯-এ, ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায়। এছাড়া Duologue ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন এই ভিডিয়ো।
খোলামেলা আলোচনা। বুদ্ধিদীপ্ত প্রশ্ন। অনন্য উপস্থাপনা। দর্শকমনে জায়গা করে নিয়েছিল টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’। দেশ-বিদেশের খ্যাতনামাদের দেখা গিয়েছে তাঁর এই অনুষ্ঠানে। এবার নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও। নাম ‘ডুয়োলগ NXT’। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেটসেটগো (JetSetGo)-র প্রতিষ্ঠাতা তথা সিইও কণিকা তেকরিওয়াল।
‘ডুয়োলগ উইথ বরুণ দাস’-র তিনটি সিজন অসাধারণ সাফল্য পেয়েছিল। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র সঙ্গে আলাপচারিতায় বিখ্যাত অতিথিরা তাঁদের মনের আগল খুলেছিলেন। দর্শকদের মন জয় করেছিল ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’। এবার ওই অনুষ্ঠানের নতুন অধ্যায় ‘ডুয়োলগ NXT’।
কণিকা তেকরিওয়ালের কাহিনি যেন এপিসোডের থিম ‘টার্নিং অ্যাডভারসিটি ইনটু ইনোভেশন’-র সমার্থক। এক কিশোরী, যে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিল, তাকে বলা হয়েছিল, মেয়েরা পাইলট হয় না। সেখান থেকে কাহিনির শুরু। ক্যানসারের সঙ্গে লড়াই, সংস্থার থেকে প্রত্যাখান হওয়া, এমনকী নিজের প্রাইভেট উড়ান কোম্পানি শুরু করার পরিকল্পনাকেও সকলে খারিজ করে দিয়েছিল। তবে এই প্রতিটি বাধা, প্রত্যাখানই কণিকার কাছে একটা লঞ্চপ্যাড হয়ে উঠেছিল।
টিভি৯ নেটওয়ার্কের সিইও বরুণ দাস তাঁর এই লড়াইকে সাধুবাদ জানিয়ে বলেন, “কণিকার মতো পথপ্রদর্শকদের বাকি সকলের থেকে যে জিনিসটা আলাদা করে, তা হল এরা কখনও সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে না, এরা সেই সুযোগ তৈরি করে নেয়।”
আজ জেটসেটগো দেশের মধ্যে অন্যতম বড় একটি এভিয়েশন সংস্থা, যা বিমান তৈরির হাব হয়ে উঠছে। কণিকার স্বপ্ন লাক্সারি বিমান তৈরি করার। কণিকা বলেন, “উদ্যোগপতিরা উদ্যোগপতি। লিডার লিডারই হয়। সত্যিকারের অগ্রগতি তখনই হবে যখন বর্ষসেরা মহিলা উদ্যোগপতির মতো লেবেল লাগানো বন্ধ হবে। সকলের জন্য সমান ময়দান তৈরি করার সময় এসেছে।”
কণিকা তেকরিওয়ালের সঙ্গে ডুয়োলগ নেক্সটের সম্পূর্ণ এপিসোড দেখুন নিউজ৯-এ, ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায়। এছাড়া Duologue ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন এই ভিডিয়ো।