Durga Puja at Rani Mukherjee’s house: রানি মুখার্জির বাড়ির দুর্গাপুজোয় উঠে এসেছে এক টুকরো বাংলা

Mumbai Durga Puja: মুখার্জি বাড়ির পুজো দেখতে এসে যেমন বলি তারকা কাজল, রানি মুখার্জিকে দেখতে পাওয়া এক উপরি পাওনা, তেমনই মুখার্জি বাড়ির পুজোর আরেকটি বিশেষত্ব হল, এখানেই যেন ধরা পড়ে এক টুকরো বাংলা। বিভিন্ন ধরনের দোকান যেমন বসে, তেমনই খাওয়া-দাওয়ার বিশেষ আয়োজনও করা হয়।

Durga Puja at Rani Mukherjees house: রানি মুখার্জির বাড়ির দুর্গাপুজোয় উঠে এসেছে এক টুকরো বাংলা
মুম্বইয়ে নিজের বাড়ির দুর্গাপুজোয় কাজল।

| Edited By: Sukla Bhattacharjee

Oct 21, 2023 | 9:53 AM

মুম্বই: কলকাতা ও বাংলার বাইরে দিল্লি, মুম্বইয়েও ধুমধাম করে হচ্ছে দুর্গাপুজো। যত দিন যাচ্ছে, পুজোর সংখ্যা বাড়ছে। তবে মুম্বইয়ের পুজোগুলির মধ্যে অন্যতম মুখার্জি বাড়ির (Mukherjee house Puja) পুজো। যেখানে প্রথম দিন থেকে পুজোয় সামিল হন বলি তারকা কাজল থেকে রানি মুখার্জি। তাই মুম্বই থেকে কলকাতায় মুম্বইয়ের মুখার্জি বাড়ির পুজোর (Durga Puja) এক বিশেষ তাৎপর্য রয়েছে।

রানি মুখার্জীর বাড়ির দুর্গাপুজো।

প্রতি বছরের মতো এবারেও মুখার্জি বাড়ির পুজোয় পূজিতা হচ্ছেন সাবেকি দুর্গাপ্রতিমা। পুজোর বিশেষ দায়িত্বে রয়েছেন রানি মুখার্জির তুতো বোন শর্বাণী মুখার্জি। ষষ্ঠীর সন্ধ্যায় পুজোর আয়োজনের অগ্রভাগে দেখা গেল তাঁকে। অন্যান্য বারের মতো এবারেও মুখার্জি বাড়ির পুজোয় রীতি মেনে দেবীর বোধন থেকে শুরু করে সন্ধিপুজো, সিঁদুর খেলা যেমন হবে, তেমনই চারদিন ধরে ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছে।

মুখার্জি বাড়ির পুজো দেখতে এসে যেমন বলি তারকা কাজল, রানি মুখার্জিকে দেখতে পাওয়া এক উপরি পাওনা, তেমনই মুখার্জি বাড়ির পুজোর আরেকটি বিশেষত্ব হল, এখানেই যেন ধরা পড়ে এক টুকরো বাংলা। বিভিন্ন ধরনের দোকান যেমন বসে, তেমনই খাওয়া-দাওয়ার বিশেষ আয়োজনও করা হয়। এছাড়া পুজোর ভোগ তো রয়েছেই। ফলে মুম্বইয়ে প্রবাসী বাঙালিদের কাছে মুখার্জি বাড়ির পুজো এক অন্য মাত্রা রাখে। তাই ষষ্ঠীর দিন থেকেই প্রবাসী বাঙালিদের ভিড় দেখা গেল মুখার্জি বাড়িতে। একেবারে শাড়ি পরে, বাঙালি সাজে সজ্জিত হয়ে প্রতিমা দেখতে এসেছেন তাঁরা। সবমিলিয়ে, দেবীর বোধনের দিন থেকেই জমে উঠেছে রানি মুখার্জির বাড়ির দুর্গাপুজো।