Earthquake at Delhi: একই দিনে দু-বার, ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারত

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 05, 2023 | 10:10 PM

Earthquake: ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল হওয়ায় আফগানিস্তানের পাশাপাশি উত্তর ভারত-সহ পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চিনেও জোরাল কম্পন অনুভূত হয়েছে।

Earthquake at Delhi: একই দিনে দু-বার, ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারত
প্রতীকী চিত্র
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তর ভারত। এবার একেবারে রাজধানীতে (Delhi) কম্পন অনুভূত হয়েছে। দিল্লির পাশাপাশি শনিবার রাতে ভূমিকম্পে জোরাল কম্পনে কেঁপে উঠেছে নয়ডা, গুরুগ্রাম-সহ সমগ্র এনসিআর অঞ্চল। এছাড়া ফের কম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীরেও। কম্পনের তীব্রতা মাঝারি মানের হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই।

ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ৯টা ৩১ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি, উত্তরপ্রদেশ-সহ সমগ্র এনসিআর অঞ্চল। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৮। ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু ও কাশ্মীরের গুলমার্গ জেলা থেকে ৪১৮ কিলোমিটার দূরে প্রতিবেশী দেশ, আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল। স্বাভাবিকভাবেই দিল্লি, নয়ডার পাশাপাশি জম্মু ও কাশ্মীর-সহ সমগ্র উত্তর ভারতে কম্পন অনুভূত হয়েছে।

এদিন রাতের ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল হওয়ায় আফগানিস্তানের পাশাপাশি উত্তর ভারত-সহ পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চিনেও জোরাল কম্পন অনুভূত হয়েছে। যদিও এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই।

প্রসঙ্গত, এদিন সকালেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীর। সকাল ৮টা ৩৬ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের গুলমার্গ জেলায় কম্পন হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৫.২। তবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

Next Article