Video: ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী, জোরাল কম্পন কাশ্মীর-সহ উত্তর ভারতে

Sukla Bhattacharjee |

Jan 11, 2024 | 4:56 PM

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর থেকে দিল্লি। বৃহস্পতিবার দুপুরে মাঝারি মানের কম্পন অনুভূত হয় দিল্লি-সহ সংলগ্ন অঞ্চলে। এই ভূমিকম্পের উৎসস্থল প্রতিবেশী দেশ আফগানিস্তান। সেখানে জোরাল ভূমিকম্প হয়। তার প্রভাব পড়ে পাকিস্তান থেকে উত্তর ভারতে।

Video: ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী, জোরাল কম্পন কাশ্মীর-সহ উত্তর ভারতে
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। বৃহস্পতিবার দুপুরে মাঝারি মানের কম্পন অনুভূত হয়  দিল্লি-সহ সংলগ্ন অঞ্চলে। এছাড়া জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভূত হয়। যদিও এই ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। যার প্রভাব পড়ে পাকিস্তান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে।

ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, এদিন দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠ আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের  তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের ২৪১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলে।

আফগানিস্তানে জোরাল ভূমিকম্পেরই প্রভাব পড়ে প্রতিবেশী দেশ পাকিস্তান-সহ ভারতের উত্তরাঞ্চলে। পাকিস্তানের লাহোর ও সংলগ্ন অঞ্চলে জোরাল কম্পন অনুভূত হয়। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা থেকে দিল্লি ও সংলগ্ন অঞ্চল কেঁপে ওঠে। দিল্লিতে ঘরের সিলিং ফ্যান থেকে আসবাবও কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লিবাসীর মধ্যে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত, এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর নেই।

Next Article