গুজরাট: ভোর রাতে গুজরাটে অনুভূত হল ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। সোমবার ভোরারতে কম্পন অনুভূত হয় গুজরাটের একাধিক জায়গায়।
জানা গিয়েছে, এ দিন ভোর ৩টে ৩৭ মিনিটে ভূমিকম্প হয়। গুজরাটের দক্ষিণ রাজকোট এলাকায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। এখনও পর্যান্ত হতাহতের কোনও খবর নেই। ভোররাতে যখন সবাই ঘুমিয়ে, তখন এই কম্পন অনুভূত হয়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনের মধ্যে। গুজরাটের একাধিক এলাকা ভূমিকম্প প্রবণ। আগেও বড়সড় ভূমিকম্পের নজির আছে। তাই এ দিনের কম্পনের ফের আশঙ্কা তৈরি হয়।
এ দিকে ২৪ ঘণ্টার মধ্যেই গুজরাতের উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় তাউটের। সোমবার রাতেই সম্ভবত ১৮৫ কিলোমিটার বেগে গুজরাটের উপকূলে আছড়ে পড়বে সেই ঘূর্ণীঝড়। তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগে রয়েছে গুজরাতের সাধারণ মানুষ এবং প্রশাসন। এরই মধ্যে ভূমিকম্প নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার কাণ্ড: এফআইআর বাতিলের আবেদন সুপ্রিম কোর্টে
সপ্তাহেই উত্তর-পূর্ব ভারতে ভূমিকম্প হয়। নাগাল্যান্ড এবং মণিপুরে কম্পন অনু্ভূত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। পূর্ব ভারতের একাধিক জায়গায় সেই কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পেও তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।