Vice President Election: দিনক্ষণ ঘোষণা সময়ের অপেক্ষা! ধনখড়ের ‘উত্তরসূরি’ বাছাই নিয়ে বড় ঘোষণা কমিশনের

Vice President Election: সেই কারণ রাজনৈতিক মহলে 'ধোপে টেকেনি' বললেই চলে। জগদীপ ইস্তফা নিয়ে শাসকের বিরুদ্ধে রীতিমতো সুর চড়ান বিরোধীরা। তবে সে সব তর্ক-বিতর্ক এড়িয়েই নতুন উপরাষ্ট্রপতি বাছাইয়ের কাজে মন দেয় কমিশন।

Vice President Election: দিনক্ষণ ঘোষণা সময়ের অপেক্ষা! ধনখড়ের উত্তরসূরি বাছাই নিয়ে বড় ঘোষণা কমিশনের
জগদীপ ধনখড় (ফাইল ছবি)Image Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Jul 31, 2025 | 8:46 PM

নয়াদিল্লি: এবার শুধু দিনক্ষণ ঘোষণার পালা। জগদীপ ধনখড়ের উত্তরসূরি বাছাইয়ে একটুও দেরি করতে রাজি নয় দেশের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে নির্বাচনী প্রস্তুতির অন্তিম পর্বের কথা জানিয়েছে তারা। এবার শুধু দিনক্ষণ ঘোষণা করে নতুন মুখ বাছাইয়ের পালা।

এদিন কমিশন সেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খুব দ্রুত উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। ইতিমধ্যেই সেই নির্বাচনে যারা ভোট দেবেন অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার সাংসদদের একটি নামের তালিকা বা নির্বাচন কমিশনের পরিভাষায় ইলেক্টোরাল কলেজ তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেই আকস্মিক ভাবে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। সারাদিন কাজের পর ভর সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা দিয়ে আসেন তিনি। জানিয়ে দেন, স্বাস্থ্য সংক্রান্ত কারণে পদ থেকে সরছেন তিনি। অবশ্য, সেই কারণ রাজনৈতিক মহলে ‘ধোপে টেকেনি’ বললেই চলে। জগদীপ ইস্তফা নিয়ে শাসকের বিরুদ্ধে রীতিমতো সুর চড়ান বিরোধীরা। তবে সে সব তর্ক-বিতর্ক এড়িয়েই নতুন উপরাষ্ট্রপতি বাছাইয়ের কাজে মন দেয় কমিশন।

আর সেই অধিকার তারা পেয়েছে সংবিধান বলে। অনুচ্ছেদ ৬৮ (২) অনুযায়ী, উপরাষ্ট্রপতি কোনও কারণে পদত্যাগ করলে যত দ্রুত সম্ভব নির্বাচন করাতেই হবে। যেহেতু জগদীপ ধনখড় তিন বছর উপরাষ্ট্রপতি পদে থাকার পর ইস্তফা দিয়েছেন, সেহেতু এরপর যিনি নির্বাচিত হবেন, তিনি আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আর এই পদে অস্থায়ী ভাবে কাউকে রাখা যায় না। তাই এত তৎপরতা কমিশনের।