সাধ্যের মধ্যেই এসি কোচ! অনেক কম ভাড়ায় রেলে যুক্ত হচ্ছে ‘ইকনমি ক্লাস’

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 28, 2021 | 11:10 PM

বর্তমানে এসি কোচের সর্বনিম্ন যা ভাড়া, তার থেকেও অনেক কম ভাঙায় যাতায়াত করা যাবে এই ট্রেনে।

1 / 5
দূরপাল্লার ট্রেনে এ বার যুক্ত হচ্ছে এসি-৩ ইকোনমি কোচ। বিভিন্ন জোনকে ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা দিয়েছে রেল মন্ত্রক। 
হাজার কিলোমিটারে যার ন্যুনতম ভাড়া হবে ১১২০ টাকা। সেই সঙ্গে যুক্ত হবে অন্যান্য কিছু চার্জ। এই ধরনের ৫০টি কোচ ইতিমধ্যেই বিভিন্ন শাখায় দেওয়া হয়েছে। পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলেও চলবে এই কোচ।

দূরপাল্লার ট্রেনে এ বার যুক্ত হচ্ছে এসি-৩ ইকোনমি কোচ। বিভিন্ন জোনকে ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা দিয়েছে রেল মন্ত্রক। হাজার কিলোমিটারে যার ন্যুনতম ভাড়া হবে ১১২০ টাকা। সেই সঙ্গে যুক্ত হবে অন্যান্য কিছু চার্জ। এই ধরনের ৫০টি কোচ ইতিমধ্যেই বিভিন্ন শাখায় দেওয়া হয়েছে। পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলেও চলবে এই কোচ।

2 / 5
সাধারণত তৃতীয় শ্রেণির এসি কোচে যা ভাড়া হয়, তার থেকে এই কোচের ভাযা হবে ৮ শতাংশ কম। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রথম ৩০০ কিলোমিটার পর্যন্ত রেলের ভাড়া হবে ৪৪০ টাকা আর সর্বোচ্চ দূরত্ব বা ৪,৯৫১ থেকে ৫০০০কিলোমিটার পর্যন্ত দূরত্বের ভাড়া হবে ৩০৬৫ টাকা।

সাধারণত তৃতীয় শ্রেণির এসি কোচে যা ভাড়া হয়, তার থেকে এই কোচের ভাযা হবে ৮ শতাংশ কম। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রথম ৩০০ কিলোমিটার পর্যন্ত রেলের ভাড়া হবে ৪৪০ টাকা আর সর্বোচ্চ দূরত্ব বা ৪,৯৫১ থেকে ৫০০০কিলোমিটার পর্যন্ত দূরত্বের ভাড়া হবে ৩০৬৫ টাকা।

3 / 5
কাপুরথালের রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এরকম ৫০টি কোচ। সেই কোচগুলি রেলের বিভিন্ন জোনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ২০২১-এর মধ্যে ভারত ৮০০ টি এমন কোচ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। এর মধ্যে ৩০০টি তৈরি হবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে আএ বাকিগুলি তৈরি হবে কাপুরথালে।

কাপুরথালের রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এরকম ৫০টি কোচ। সেই কোচগুলি রেলের বিভিন্ন জোনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ২০২১-এর মধ্যে ভারত ৮০০ টি এমন কোচ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। এর মধ্যে ৩০০টি তৈরি হবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে আএ বাকিগুলি তৈরি হবে কাপুরথালে।

4 / 5
বর্তমানে যে এসি-৩ কোচ রয়েছে তাতে থাকে ৭২টি বার্থ আর ইকনমি ক্লাসে থাকবে ৮৩টি বার্থ। সাধরণত যে দিকে দুটি বার্থ থাকে, সে দিকে তিনটি বার্থের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে যে এসি-৩ কোচ রয়েছে তাতে থাকে ৭২টি বার্থ আর ইকনমি ক্লাসে থাকবে ৮৩টি বার্থ। সাধরণত যে দিকে দুটি বার্থ থাকে, সে দিকে তিনটি বার্থের ব্যবস্থা করা হয়েছে।

5 / 5
বেশি দূরত্বের ট্রেনের ক্ষেত্রে স্লিপার ক্লাস কোচের সংখ্যা কমিয়ে এই ইকনমি ক্লাস কোচের বন্দোবস্তকরা হবে বলে জানা গিয়েছে। এই কোচের টিকিট বিক্রি করে লাভের মুখ দেখতে চায় ভারতীয় রেল।

বেশি দূরত্বের ট্রেনের ক্ষেত্রে স্লিপার ক্লাস কোচের সংখ্যা কমিয়ে এই ইকনমি ক্লাস কোচের বন্দোবস্তকরা হবে বলে জানা গিয়েছে। এই কোচের টিকিট বিক্রি করে লাভের মুখ দেখতে চায় ভারতীয় রেল।

Next Photo Gallery