ED Arrest: ১২ কোটি নগদ, ৬ কোটির সোনা, আরও কত কিছু…ভিন রাজ্য় থেকে গ্রেফতার বিধায়ক, বড় রহস্য ফাঁস ED-র

Illegal Betting App: সূত্রের খবর, ইডি দলগুলি একযোগে গ্যাংটক, চিত্রদুর্গ, বেঙ্গালুরু, হুবলি, যোধপুর, মুম্বই এবং গোয়া সহ দেশের ৩১টি জায়গায় অভিযান চালায়। ইডি বাজেয়াপ্ত করে প্রায় ১২ কোটি টাকা নগদ। এর মধ্যে ১ কোটি টাকা বৈদেশিক মুদ্রা রয়েছে। 

ED Arrest: ১২ কোটি নগদ, ৬ কোটির সোনা, আরও কত কিছু...ভিন রাজ্য় থেকে গ্রেফতার বিধায়ক, বড় রহস্য ফাঁস ED-র
ফাইল চিত্রImage Credit source: X

|

Aug 23, 2025 | 3:30 PM

গ্যাংটক: দেশে নিষিদ্ধ হয়েছে অনলাইনে টাকা লাগিয়ে গেম খেলার অ্যাপ। ঠিক তারপরই গ্রেফতার হলেন এক বিধায়ক। গ্যাংটক থেকে গ্রেফতার কর্নাটকের বিধায়ক কে.সি. বীরেন্দ্র। অনলাইন বেটিং সাইট চালাচ্ছিলেন ওই বিধায়ক ও তাঁর ভাই। ইডির হাতে এ দিন গ্রেফতার হন বিধায়ক। উদ্ধার হয়েছে ১২ কোটি টাকা নগদ ও সোনা।

বেঙ্গালুরুর ইডি ২২ ও ২৩ অগস্ট দেশজুড়ে এক বড় অভিযান চালায়। অবৈধ বাজি ধরা এবং অনলাইন গেমিং র‍্যাকেটের পর্দাফাঁস করে। সেখানেই উঠে আসে কর্নাটকের চিত্রদুর্গ জেলার কংগ্রেস বিধায়ক কে.সি. বীরেন্দ্র এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের নাম।

সূত্রের খবর, ইডি দলগুলি একযোগে গ্যাংটক, চিত্রদুর্গ, বেঙ্গালুরু, হুবলি, যোধপুর, মুম্বই এবং গোয়া সহ দেশের ৩১টি জায়গায় অভিযান চালায়।  গোয়ায় পাঁচটি বড় ক্যাসিনো – প্যাপি’স ক্যাসিনো গোল্ড, ওশান রিভার্স ক্যাসিনো, প্যাপি’স ক্যাসিনো প্রাইড, ওশান ৭ ক্যাসিনো এবং বিগ ড্যাডি ক্যাসিনোতে তল্লাশি চালানো হয়।

অভিযানে ইডি বাজেয়াপ্ত করে প্রায় ১২ কোটি টাকা নগদ। এর মধ্যে ১ কোটি টাকা বৈদেশিক মুদ্রা রয়েছে।  এছাড়াও প্রায় ৬ কোটি টাকার সোনা, ১০ কেজি রূপো এবং চারটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সিজ করা হয় ১৭টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ২টি লকারও।

তদন্তে জানা যায়, চিত্রদুর্গের বিধায়ক বীরেন্দ্র  কিং৫৬৭ (King567) এবং রাজা ৫৬৭ (Raja567) এর মতো বেশ কয়েকটি অনলাইন বেটিং সাইট চালাচ্ছিলেন। তাঁর ভাই কে.সি. থিপ্পাস্বামী দুবাই থেকে তিনটি কোম্পানি – ডায়মন্ড সফটটেক, টিআরএস টেকনোলজিস এবং প্রাইম৯ টেকনোলজিসের মাধ্যমে এই ব্যবসা চালাচ্ছিলেন। তাঁর আরেক ভাই কে.সি. নাগরাজ এবং তাঁর ছেলে পৃথ্বী এন. রাজও এই কাজে জড়িত বলে জানা গিয়েছে।

সম্প্রতি বীরেন্দ্র তাঁর সহযোগীদের সঙ্গে গ্যাংটকও গিয়েছিলেন, যেখানে তারা একটি জমি ক্যাসিনো লিজ দেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়ই ইডি তাঁকে গ্যাংটক থেকে গ্রেফতার করে।