Arvind Kerjiwal: ‘কেজরীর সঙ্গে হাওয়ালা অপারেটরের চ্যাট’! মারাত্মক নথির সন্ধান পেল ইডি

Soumya Saha |

May 17, 2024 | 6:28 PM

Arvind Kejriwal: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আরও একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবগারি কেলেঙ্কারি মামলায় এই নিয়ে আট নম্বর চার্জশিট জমা দিল ইডি। সেই চার্জশিটে অভিযুক্তের তালিকায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালেরও নাম রেখেছে কেন্দ্রীয় এজেন্সি।

Arvind Kerjiwal: কেজরীর সঙ্গে হাওয়ালা অপারেটরের চ্যাট! মারাত্মক নথির সন্ধান পেল ইডি
অরবিন্দ কেজরীবাল
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডির দাবি, অরবিন্দ কেজরীবালের সঙ্গে হাওয়ালা অপারেটরের চ্যাট রেকর্ডের সন্ধান পেয়েছে তারা। এদিকে এদিন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে সঙ্গে নিয়ে ইডির অফিসাররা পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে রাউস এভিনিউ কোর্টে। সেখানে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আরও একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবগারি কেলেঙ্কারি মামলায় এই নিয়ে আট নম্বর চার্জশিট জমা দিল ইডি। সেই চার্জশিটে অভিযুক্তের তালিকায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালেরও নাম রেখেছে কেন্দ্রীয় এজেন্সি।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালের বিরুদ্ধে এটাই প্রথম চার্জশিট জমা পড়ল আদালতে। শুধু কেজরীর নামই নয়, গোটা আম আদমি পার্টির নাম চার্জশিটে অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি ইডির। বৃহস্পতিবার অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু সুপ্রিম কোর্টে জানান, “আমাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে যে অরবিন্দ কেজরীবাল একটি সাত-তারা হোটেলে ছিলেন এবং সেই হোটেলের আংশিক বিল মিটিয়েছিল এই মামলার এক অভিযুক্ত।” দিল্লির আবগারি নীতি নির্ধারণের ক্ষেত্রে কেজরীবালের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও আদালতে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অরবিন্দ কেজরীবাল তাঁর মোবাইলের পাসওয়ার্ড দিতে রাজি না হওয়ায়, বিকল্প পথ ব্যবহার করেছেন এজেন্সির অফিসাররা। হাওয়ালা অপারেটরদের মোবাইলের থেকে এই তথ্য উদ্ধার করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির।

Next Article