নয়াদিল্লি: রাহুল-সনিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করবে ইডি। শুক্রবার এই প্রসঙ্গে একটি নোটিস জারি করে ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার তারা জানিয়েছে, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতার রাহুল গান্ধীর প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নাস লিমিটেডের আওতায় থাকা ৭০০ কোটি টাকার অধিক সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে তারা।
ইডি সূত্রে খবর, দিল্লি, মুম্বই, লখনউ-সহ দেশের বড় বড় শহর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই কয়েকশো কোটি টাকার সম্পত্তি। যা এবার বাজেয়াপ্ত করতে ময়দানে নামছে তারা। এই সম্পত্তিগুলির মধ্যে কিন্তু রয়েছে রাজধানীর বাহাদুর শাহ জফর মার্গের ন্যাশনাল হেরাল্ড হাউসের নামও।
উল্লেখ্য, ২০১২ সালে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর করা আর্থিক তছরূপ মামলার ভিত্তিতেই এই বাজেয়াপ্ত অভিযান চালাবে ইডি। তিনি অভিযোগ করেছিলেন, ‘মালিক সংস্থা ইয়ং ইন্ডিয়া লিমিটেডের আওতায় থাকা প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নাস লিমিটেডের তহবিল থেকে টাকা লুঠ করেছেন বেশ কিছু কংগ্রেস নেতা। এমনকি, আর্থিক তছরূপের পাশাপাশি, বেপথে ন্যাশনাল হেরাল্ড হাউসের বেশ কিছু সম্পত্তিও হাতানো হয়েছে এই ইয়ং ইন্ডিয়াকে ব্যবহার করেই।’
এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে ন্যাশনাল হেরাল্ড মামলায় ৭০০ কোটি টাকার সম্পত্তি সাময়িক বাজেয়াপ্ত করা জন্য তদন্তকারীদের সায় দিয়েছিল বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন বা PMLA বিষয়ক বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। সেই নির্দেশে বলা হয়েছিল, এজেএল কর্তৃক যে সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি ও ইক্যুইটি শেয়ারের দখল নেওয়া হয়েছিল তা বেআইনি। এবার সেই সম্পত্তিই পুরোপুরি নিজেদের দখলে নিতে চলেছেন তদন্তকারীরা।