ED Summons Lalu Prasad: লালু-তেজস্বীকে তলব ED-র, চাকরির বদলে জমি হাতানোর অভিযোগ

ED Summons Lalu Prasad: অভিযোগ, লালু রেলমন্ত্রী থাকাকালীন ওই দুর্নীতি হয়। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু। সেই সময় অনেককে রেলের বিভিন্ন জ়োনে ‘গ্রুপ ডি’ পদে নিয়োগ করা হয়েছিল। চাকরির বদলে লালু যাদব ও তাঁর পরিবারের সদস্যরা সুবিধা নিয়েছিলেন বলে অভিযোগ। জমি নেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।

ED Summons Lalu Prasad: লালু-তেজস্বীকে তলব ED-র, চাকরির বদলে জমি হাতানোর অভিযোগ
লালু প্রসাদ-তেজস্বী
Follow Us:
| Updated on: Dec 21, 2023 | 12:48 PM

নয়া দিল্লি: আর্থিক প্রতারণার মামলায় ফের একবার নোটিস পাঠানো হল বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও তাঁর বাবা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে। বুধবারই কেন্দ্রীয় সংস্থার নোটিস পেয়েছেন তাঁরা। তেজস্বী যাদবকে ২২ ডিসেম্বর ও লালু প্রসাদকে আগামী ২৭ ডিসেম্বর হাজিরা দিতে হবে ইডি দফতরে। জমির বদলে রেলে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে লালু প্রসাদের বিরুদ্ধে। সেই মামলায় আগেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল যাদব পরিবারের সদস্যদের। এবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

,  চাকরি দেওয়ার পরিবর্তে প্রার্থীদের কাছ থেকে জমি নিয়েছিলেন যাদব পরিবারের সদস্যরা, এমন অভিযোগও সামনে এসেছে। সিবিআই তদন্তের পর দাবি করেছিল, পাটনার একাধিক বাসিন্দা, লালু ও তাঁর পরিবারের নামে থাকা সংস্থাকে তাঁদের জমি বিক্রি করেছিলেন অথবা উপহার হিসেবে দিয়েছিল।

ইডি-র দাবি, রাবরি দেবী ও তাঁর এক মেয়ে হেমা যাদব এমন দুজনের কাছ থেকে দুটি জমি পেয়েছিলেন, যাঁরা রেলে কর্মরত। কেন্দ্রীয় সংস্থার দাবি, ওই জমি তাঁরা মাত্র সাড়ে ৭ লক্ষ টাকায় কিনেছিলেন, যা একটি নির্মাণ সংস্থাকে সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল। সিবিআই ওই মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে। কয়েক মাস আগে তেজস্বীর মা রাবরি দেবী, বোন মিশা ভারতী ও রাগিনী যাদবকেও তলব করেছিল।