Edible oil price: রান্নার তেলের দাম অনেকটাই কমে যেতে পারে! মাস্টারপ্ল্যান তৈরি পতঞ্জলির

Edible oil price: ২০৩০ সালের মধ্যে ২৮ লক্ষ টন পাম তেল তৈরির লক্ষ্য়মাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফে। একইসঙ্গে এও জানা যাচ্ছে পতঞ্জলি গ্রুপ উত্তর-পূর্ব ভারতে একটি পাম তেল মিল তৈরির পরিকল্পনা করেছে।

Edible oil price: রান্নার তেলের দাম অনেকটাই কমে যেতে পারে! মাস্টারপ্ল্যান তৈরি পতঞ্জলির
বড় পদক্ষেপ পতঞ্জলির

| Edited By: জয়দীপ দাস

Jun 18, 2025 | 4:33 PM

কলকাতা: ভোজ্য তেলের দাম কমাতে এবার মাস্টারপ্ল্যান পতঞ্জলির। হাত মিলিয়েছে পতঞ্জলির সঙ্গে। মালয়েশিয়ার সরকারি সংস্থা সাওত কিনাবালু গ্রুপ এখনও পর্যন্ত পতঞ্জলি গ্রুপকে ১৫ লক্ষ পাম গাছের বীজ দিয়েছে বলে জানা যাচ্ছে। মালয়েশিয়ার এই সরকারি সংস্থা পতঞ্জলি গ্রুপের সঙ্গে পাঁচ বছরের চুক্তিও স্বাক্ষর করেছে। এই সময়কালে পতঞ্জলির হাতে আসবে মোট ৪০ লক্ষ পাম বীজ। 

সাম্প্রতিককালে ভারতীয় দেশীয়ভাবে পাম তেল উৎপাদনের উপর অনেকটাই জোর দেওয়া হচ্ছে। এমতাবস্থায় মালয়েশিয়ার সঙ্গে এই চুক্তি ভারতের জন্য সহায়ক ভূমিকা নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। চুক্তিটি স্বাক্ষর করেছে সাওইত কিনাবালু গ্রুপের বীজ সহায়ক সংস্থা। এই সংস্থা প্রতি বছর ১ কোটি পাম বীজ তৈরি করে বলে খবর। 

এই গ্রুপের সিড ইউনিটের জেনারেল ম্যানেজার ডঃ জুরাইনি বলেন, আমরা ৪০ লক্ষ বীজ সরবরাহের জন্য পতঞ্জলি গ্রুপের সাথে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছি। আমরা এখন পর্যন্ত ১৫ লক্ষ বীজ দিয়েছি। শুধু বীজ দেওয়াই নয়, গাছের দেখভাল, উৎপাদন-সহ যাবতীয় বিষয়ে পরামর্শ দেবে এই সংস্থা। একইসঙ্গে বীজের মানেরও পর্যবেক্ষণ চলবে। 

তথ্য় বলছে, ২০৩০ সালের মধ্যে ২৮ লক্ষ টন পাম তেল তৈরির লক্ষ্য়মাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফে। একইসঙ্গে এও জানা যাচ্ছে পতঞ্জলি গ্রুপ উত্তর-পূর্ব ভারতে একটি পাম তেল মিল তৈরির পরিকল্পনা করেছে। ২০২৬ সালের মধ্য়েই কাজ শুরু হওয়ার কথা। বর্তমানে ভারতে প্রায় ৩,৬৯,০০০ হেক্টর পাম চাষের উপযুক্ত জমি রয়েছে। যার মধ্যে প্রায় ১,৮০,০০০ হেক্টর জমি পাম চাষের জন্য প্রস্তুত। তথ্য বলছে, চাষের এলাকা আরও বাড়ছে।