Assembly Election Dates Changed: ত্রিপুরা ও মেঘালয়ের ভোটের দিন বদল, কবে নির্বাচন?

Assembly Election Dates Changed: বদলে গেল ত্রিপুরা এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের তারিখ। উত্তর-পূর্বের এই দুই রাজ্যে কবে হবে ভোট?

Assembly Election Dates Changed: ত্রিপুরা ও মেঘালয়ের ভোটের দিন বদল, কবে নির্বাচন?
জাতীয় নির্বাচন কমিশন

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 27, 2023 | 7:31 PM

নয়া দিল্লি: বদলে গেল ত্রিপুরা এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের তারিখ। শুক্রবার নির্বাচন কমিশন ভোটের তারিখ পরিবর্তন করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ত্রিপুরায় ভোট গ্রহণ করা হবে ২৭ ফেব্রুয়ারি। এর আগে এই রাজ্যে ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণের কথা ছিল। অন্যদিকে, মেঘালয়ে ভোট হওয়ার কথা ছিল ২৭ ফেব্রুয়ারি। তার জায়গায় এই রাজ্যে এখন ভোট হবে ১৬ ফেব্রুয়ারি। নাগাল্যান্ডের ভোটের তারিখ অবশ্য অপরিবর্তিত আছে। ২৭ ফেব্রুয়ারি ত্রিপুরার সঙ্গে একই দিনে ভোট হবে উত্তর পূর্বের এই রাজ্যে। তিন রাজ্যেই এক দফাতেই ভোটগ্রহণ করা হচ্ছে। ইতিমধ্য়েই তিন রাজ্যেই ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। ঠিক কী কারণে ত্রিপুরা এবং মেঘালয়ের ভোটের দিন পরিবর্তন করা হল, তা জানা যায়নি।

তিনটি রাজ্যেরই বিধানসভার আসন সংখ্যা ৬০ করে। তিন রাজ্যের মধ্যে সবার আগে বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে নাগাল্যান্ডের, ১২ মার্চ। আর, মেঘালয় এবং ত্রিপুরা বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে যথাক্রমে ১৫ মার্চ  এবং ২২ মার্চ। এদিকে, শুক্রবারই ত্রিপুরা বিধানসভা নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য দিল্লিতে দলের সদর দফতরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বৈঠকে বসেছিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালও এই বৈঠকে যোগ দেন। সূত্রের খবর, এই বৈঠকে ত্রিপুরায় দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। বৈঠকের পর, দিল্লিতেই বিজেপির পতাকা হাতে তুলে নেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সুবল ভৌমিক এবং রাজ্যএর সিপিআইএম নেতা মোবোশার আলি।