Supreme Court: ‘দেশ থেকে তাড়াতে SIR হচ্ছে না’, শীর্ষ আদালতে স্পষ্ট জবাব কমিশনের
কমিশন কারও নাগরিকত্বের অধিকার কেড়ে নিতে পারে, কি না, এটাই ছিল মূল প্রশ্ন। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সুপ্রিম কোর্টে জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় শুধুমাত্র ভোটার তালিকার জন্যই নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। সফট টাচ পদ্ধতিতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। কোনও কড়া পদ্ধতি নেওয়া হচ্ছে না, পুলিশের কোনও ভূমিকাও নেই বলে উল্লেখ করেছে কমিশন।

নয়া দিল্লি: বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হওয়ার পর থেকেই একাধিক প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে, প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলের তরফেও। অনেকেই জানতে চেয়েছেন, ভোটার তালিকায় নাম না উঠলে কী হবে? প্রশ্ন উঠেছে শীর্ষ আদালতেও। ভোটার তালিকা সংশোধন কোনও ব্যক্তির নাগরিক জীবনে প্রভাব ফেলবে কি না, সেই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া চলছে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা হয়েছে। শুনানি চলছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই শুনানিতেই প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ প্রশ্ন তুলেছিল, কেন্দ্র যদি কারও নাগরিকত্ব তুলে না নেয়, সে ক্ষেত্রে কমিশনের ইআরও কি কাউকে ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে? আরও প্রশ্ন ওঠে, কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পর কি সেই নাম কেন্দ্রের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পাঠাতে হবে?
কমিশন কারও নাগরিকত্বের অধিকার কেড়ে নিতে পারে, কি না, এটাই ছিল মূল প্রশ্ন। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সুপ্রিম কোর্টে জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় শুধুমাত্র ভোটার তালিকার জন্যই নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। সফট টাচ পদ্ধতিতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। কোনও কড়া পদ্ধতি নেওয়া হচ্ছে না, পুলিশের কোনও ভূমিকাও নেই বলে উল্লেখ করেছে কমিশন।
