Tajmul Hossain: উত্তর প্রদেশের যাদব ঘরের সন্তান বাংলার মন্ত্রী তাজমুল হোসেন? SIR আবহে জোর বিতর্ক
SIR Notice: তাজমুল হোসেন দীর্ঘদিন ধরে রাজ্য-রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনবারের বিধায়ক তিনি। তারপরও নোটিস পাওয়ায় আগেই ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী। তাঁর প্রশ্ন, এতবার নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি, নিশ্চয় সব তথ্য তখন খতিয়ে দেখা হয়েছে, তারপরও কেন প্রশ্ন উঠছে? এবার সেই তাজমুল হোসেনের পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিরোধীদের দাবি, তাজমুল হোসেনের বাবা আদতে উত্তর প্রদেশের হিন্দু পরিবারের সন্তান।

মালদহ: একাধিক নেতা, সাংসদ, বিধায়ক বা তাঁদের পরিবারের সদস্যরা এসআইআর-এর শুনানিতে যাওয়ার নোটিস পেয়েছেন। দিন কয়েক আগে নোটিস পেয়েছেন রাজ্য়ের সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী তাজমুল হোসেনও। হরিশ্চন্দ্রপুরের এতজন ভোটার কেন শুনানির নোটিস পেলেন, তা নিয়ে সম্প্রতি বিক্ষোভ দেখাতেও দেখা গিয়েছে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুলকে। এই আবহে তাজমুলের পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। সেই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন তাজমুল হোসেন।
তাজমুল হোসেন দীর্ঘদিন ধরে রাজ্য-রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনবারের বিধায়ক তিনি। তারপরও নোটিস পাওয়ায় আগেই ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী। তাঁর প্রশ্ন, এতবার নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি, নিশ্চয় সব তথ্য তখন খতিয়ে দেখা হয়েছে, তারপরও কেন প্রশ্ন উঠছে? এবার সেই তাজমুল হোসেনের পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিরোধীদের দাবি, তাজমুল হোসেনের বাবা আদতে উত্তর প্রদেশের হিন্দু পরিবারের সন্তান, তাঁর পদবী ছিল যাদব।
বিজেপির এক নেতার কথায়, উইকিপিডিয়ার তথ্য বলছে, তাজমুল হোসেনের বাবা উত্তর প্রদেশ থেকে মালদহে এসে ধর্মান্তরিত হয়ে প্রথমে পদবী নেন বক্স। পরে হন হোসেন। এদিকে তাঁর অন্য পুত্র তথা তাজমুল হোসেনের ভাই-এ পদবী আবার রহমান। নাম জম্মু রহমান। এই তথ্য নিয়ে মালদহের রাজনৈতিক নেতাদের মধ্যে চর্চা শুরু হয়েছে।

মালদহের বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “মন্ত্রীর বাবার পদবী এক, ভাইয়ের পদবী আর এক, নিজের পদবী আবার অন্য। বর্তমানে তিনি যাঁর নাম দিয়েছেন, তিনি তো ওঁর বাবা নন। তারপরও কেন ডাকা হল, তা নিয়ে আন্দোলন চলছে। বাংলাদেশ যোগ থাকতে পারে বলেও দাবি করেছেন তিনি।” তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন তাজমুল হোসেন। তাঁর দাবি, ওই পুরো বিষয়টা ভিত্তিহীন, তাঁর বাবা-দাদু কেউই যাদব পরিবারের সন্তান। তাঁরা মালদহেরই বাসিন্দা বলে দাবি করেছেন তিনি।
তাজমুল হোসেনকে নোটিস দিয়ে ডেকে পাঠাতেই তিনি হাতে নোটিস নিয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সামনে বিক্ষোভেও বসে পড়েন। সব বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি।
তাজমুল হোসেন বরাবর সিপিএম করে এসেছেন। পঞ্চায়েত ভোটেও নির্বাচিত হন তিনি। পরে হরিশ্চন্দ্রপুরে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে হরিশ্চন্দ্রপুরে বিধায়ক হন তাজমুল। পরবর্তীতে তৃণমূলে যোগ দিয়ে হরিশ্চন্দ্রপুর থেকেই তৃণমূলের বিধায়ক হিসেবে জয় লাভ করেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নে বিধায়ক বাবার নাম দিদার হোসেন বলেই উল্লেখ করেছেন।

