Republic Day 2026: ইউরোপ থেকে আসছেন প্রধান অতিথি, তুঙ্গে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি
Republic Day 2026 News: প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রধানরা অতিথি হিসাবে উপস্থিত থাকেন। নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, এই বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে চলেছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অন্টোনিও কোস্টা এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়ান।

নয়াদিল্লি: আগামী ২৬ জানুয়ারি নয়াদিল্লির কর্তব্যপথে হাঁটবে সেনা, হবে নজিরবিহীন কুচকাওয়াজ। পুরুষ বাহিনীকে নেতৃত্ব দেবেন এক মহিলা জওয়ান সিমরন বালা। ভারতের ইতিহাসে প্রথমবার। এই গোটা আয়োজনের নেপথ্যে থাকবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। এই বছরের থিম কী জানেন? প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, চলতি বছর কর্তব্যপথে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের মূল থিম হতে চলেছে ‘বন্দে মাতরম’। এই থিমের মধ্যে দিয়ে একদিকে সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চায় কেন্দ্র। অন্য়দিকে চায় সেনার আত্মনির্ভরতাকেও দেখাতে।
সম্প্রতি নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি পর্বের আলোচনায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রতিরক্ষা দফতরের সচিব রাজেশ কুমার সিং। এদিন তিনি বলেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে কুচকাওয়াজ, চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বিশ্বের কাছে অমৃত ভারত এবং আত্মনির্ভর ভারতের ভাবনাকেই তুলে ধরবে।’
প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রধানরা অতিথি হিসাবে উপস্থিত থাকেন। নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, এই বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে চলেছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অন্টোনিও কোস্টা এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়ান। যখন আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে ভারতে বিবাদ চরমে, সেই আবহে প্রজাতন্ত্র দিবসে ইউরোপীয় প্রধানদের আগমন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে শুধু তাঁরা নন। চলতি বছরের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে আরও ১০ হাজার বিশেষ অতিথিকে। যাদের মধ্য়ে কেউ কৃষক, কেউ আবার বিজ্ঞানী। কেউ আবার পড়ুয়া। কৃষি ভিত্তি, শিল্প ভবিষ্যৎ — এই ভাবনাকে সামনে রেখেই ‘বন্দে মাতরম’-এর থিম নিয়ে পালন হতে চলেছে প্রজাতন্ত্র দিবস।
