AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: রাহুল গান্ধী কি SIR সমর্থন করছেন? ‘ভোট চুরির’ অভিযোগ নিয়ে প্রশ্ন কমিশনের

Election Commission hits back Rahul Gandhi: কমিশনের আরও বক্তব্য, কোনও ভোটারের পরিচয়পত্র নিয়ে সংশয় দেখা দিলে পোলিং এজেন্টদের আপত্তি তোলা দরকার। কিংবা কেউ ইতিমধ্যে ভোট দিয়ে দিলে, সেই নিয়েও সরব হওয়া দরকার। কিন্তু, কংগ্রেসের পোলিং এজেন্টরা কোনও আপত্তি করেননি। একইসঙ্গে কমিশনের প্রশ্ন, যদি ভুয়ো ভোটার থাকেও, তাঁরা যে বিজেপিকে সমর্থন করেছেন, এই নিয়ে কীভাবে নিশ্চিত হচ্ছেন রাহুল গান্ধী?

Rahul Gandhi: রাহুল গান্ধী কি SIR সমর্থন করছেন? 'ভোট চুরির' অভিযোগ নিয়ে প্রশ্ন কমিশনের
রাহুল গান্ধীImage Credit: PTI
| Updated on: Nov 05, 2025 | 2:36 PM
Share

নয়াদিল্লি: রাত পোহালেই বিহারে প্রথম দফার নির্বাচন। বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পর বিহারে বিধানসভা নির্বাচন হচ্ছে। আবার পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবহে রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত বছরের অক্টোবরে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ অবশ্য খারিজ করে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, কমিশন পাল্টা প্রশ্ন তুলেছে, রাহুল গান্ধী এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করছেন কি না, তা জানান। 

গত বছরের অক্টোবরে ৯০টি আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভার নির্বাচন হয়। সেই নির্বাচনে বিজেপি জেতে ৪৮টি আসন। কংগ্রেস পায় ৩৭টি আসন। সেই নির্বাচনের এক বছর পর ভোট চুরির অভিযোগ তুলে সরব হলেন রাহুল। আগামিকাল বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে। তার আগে এদিন দিল্লিতে রাহুল অভিযোগ করেন, গত বছর হরিয়ানায় ৫.২১ ডুপ্লিকেট ভোটার ভোট দিয়েছিলেন। এছাড়া ৯৩ হাজার ১৭৪ জন অবৈধ ভোটার ভোট দেন। আর ১৯ লক্ষ ২৬ হাজার বাল্ক ভোটার ভোট দেন। সবমিলিয়ে ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে বলে রাহুলের অভিযোগ।

লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ খারিজ করে কমিশন জানিয়েছে, হরিয়ানায় ভোটার তালিকা নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে শুধুমাত্র ২২টি নির্বাচনী আবেদন বিচারাধীন রয়েছে। কমিশনের আরও বক্তব্য, কোনও ভোটারের পরিচয়পত্র নিয়ে সংশয় দেখা দিলে পোলিং এজেন্টদের আপত্তি তোলা দরকার। কিংবা কেউ ইতিমধ্যে ভোট দিয়ে দিলে, সেই নিয়েও সরব হওয়া দরকার। কিন্তু, কংগ্রেসের পোলিং এজেন্টরা কোনও আপত্তি করেননি। একইসঙ্গে কমিশনের প্রশ্ন, যদি ভুয়ো ভোটার থাকেও, তাঁরা যে বিজেপিকে সমর্থন করেছেন, এই নিয়ে কীভাবে নিশ্চিত হচ্ছেন রাহুল গান্ধী? কমিশনের বক্তব্য, ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য এসআইআর করা হচ্ছে। সূত্রের খবর, কমিশন প্রশ্ন তুলছে, রাহুল গান্ধী এটা স্পষ্ট করুন, তিনি এসআইআর চাইছেন কি না?