PAN India SIR: শুধু বাংলা নয়, দেশজুড়েই SIR শুরু করতে চায় কমিশন, আজই ১০ রাজ্যের নাম ঘোষণা?

Election Commission of India: সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে যেমন ঘোষণা করা হতে পারে, তেমনই তামিলনাড়ুতেও এসআইআর শুরুর ঘোষণা করা হবে। আরও ১০টি রাজ্যে এসআইআর শুরু হতে পারে একইসঙ্গে।

PAN India SIR: শুধু বাংলা নয়, দেশজুড়েই SIR শুরু করতে চায় কমিশন, আজই ১০ রাজ্যের নাম ঘোষণা?
ফাইল চিত্র।Image Credit source: X

|

Oct 27, 2025 | 11:53 AM

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা সমীক্ষা (Special Intensive Revision)। এই নিয়ে জল্পনা-গুঞ্জন চলছে অনেকদিন ধরেই। অবশেষে আজ সেই অপেক্ষার অবসান হতে পারে। সোমবার, ২৭ অক্টোবর জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক ডেকেছে, ঘোষণা করা হতে পারে এসআইআর (SIR) নিয়ে। তবে শুধু বাংলা নয়, সূত্রের খবর, দেশজুড়েই এসআইআরের ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রথম ধাপে দেশের ১০ থেকে ১৫টি রাজ্যে এসআইআরের ঘোষণা করা হতে পারে।

আজ, সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে যেমন ঘোষণা করা হতে পারে, তেমনই তামিলনাড়ুতেও এসআইআর শুরুর ঘোষণা করা হবে। আরও ১০টি রাজ্যে এসআইআর শুরু হতে পারে একইসঙ্গে।

সূত্রের খবর, দেশজুড়েই এসআইআর করে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। প্রথম ভাগে এসআইআরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল, পুদুচেরীতে এসআইআর হতে পারে।   

প্রসঙ্গত, চারদিন আগেই জাতীয় নির্বাচন কমিশন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেছিল। বিহারের এসআইআর-কে পাথেয় করেই গোটা দেশজুড়ে এসআইআর করার পরিকল্পনা।

বিহারে এসআইআর শুরু হয়েছিল ২৪ জুন। শেষ হয় ৩০ সেপ্টেম্বর। কমিশন চাইছে, বিহারের মতো ৪ মাস নয়, তার থেকে কম সময়েই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে। সেই জন্য রাজ্যগুলিতে আগের ও বর্তমান ভোটার লিস্টও প্রস্তুত রাখতে বলা হয়েছে।