Voter Card-র সঙ্গে লিঙ্ক করাতে হবে Aadhaar নম্বর, নির্দেশ নির্বাচন কমিশনের

Election Commission of India: ভোটার কার্ড বিতর্কের মাঝেই এবার নির্বাচন কমিশনের বড় নির্দেশ। ইলেকটোরাল রোল ডেটা বা ভোটার নথির সঙ্গে আধার নম্বর সংযোগ করতে বলা হল আধিকারিকদের। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে।

Voter Card-র সঙ্গে লিঙ্ক করাতে হবে Aadhaar নম্বর, নির্দেশ নির্বাচন কমিশনের
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা

|

Mar 12, 2025 | 3:35 PM

নয়া দিল্লি: ভোটার কার্ডের এপিক নম্বর নিয়ে বিতর্ক তুঙ্গে। একই এপিক নম্বরে একাধিক ভোটারের হদিস মিলছে। ভুয়ো ভোটার বা ভিন রাজ্যের ভোটার ইস্যু নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। জাতীয় নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে। ভোটার কার্ড বিতর্কের মাঝেই এবার নির্বাচন কমিশনের বড় নির্দেশ। ইলেকটোরাল রোল ডেটা বা ভোটার নথির সঙ্গে আধার নম্বর সংযোগ করতে বলা হল আধিকারিকদের। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, ইলেকটোরাল ডেটার সঙ্গে যাতে আধার নম্বর লিঙ্ক থাকে, তার জন্য আধিকারিকরা যেন সবরকমের প্রচেষ্টা করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, “ভোটারদের নিশ্চিতভাবে চিহ্নিত করতে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করার যথাসাধ্য চেষ্টা করতে হবে।”

জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন অনুযায়ী নিয়মিত ইলেকটোরাল রোল আপডেট করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতেও বলা হয়েছে। ১৮ বছর বয়সী ও তার উর্ধ্বের সকলে যেন ভোটার হিসাবে তালিকাভুক্ত হন, তার জন্য বুথ স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগে আধার লিঙ্কিং বাধ্যতামূলক ছিল না। তবে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু সংসদে জানিয়েছিলেন যে রেজিস্ট্রেশন অব ইলেকটরস (অ্যামেন্ডমেন্ট)-র ২৬বি ধারা অনুযায়ী ইলেকটোরাল রোলে থাকা কোনও ব্যক্তি চাইলে আধার নম্বর লিঙ্ক করাতে পারেন।