ভোটার কার্ড নিয়ে বিরাট ঘোষণা নির্বাচন কমিশনের, ১৫ দিনের মধ্যেই…

Voter Card: আগামী বছর পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই বড় ঘোষণা নির্বাচন কমিশনের। বুধবার নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ড সংক্রান্ত এক পরিবর্তনের ঘোষণা করা হল।

ভোটার কার্ড নিয়ে বিরাট ঘোষণা নির্বাচন কমিশনের, ১৫ দিনের মধ্যেই...
ভোটার কার্ডে বড় বদল।Image Credit source: Vishal Bhatnagar/NurPhoto via Getty Images

|

Jun 18, 2025 | 7:48 PM

নয়া দিল্লি:  আর কয়েক মাস পরই বিহারের বিধানসভা নির্বাচন। আগামী বছর পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই বড় ঘোষণা নির্বাচন কমিশনের। বুধবার নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ড সংক্রান্ত এক পরিবর্তনের ঘোষণা করা হল। নির্বাচন কমিশন জানাল, এবার ভোটার কার্ড পাওয়ার জন্য আর এক মাস অপেক্ষা করতে হবে না। মাত্র ১৫ দিনেই হাতে ভোটার কার্ড পেয়ে যাবেন।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নতুন ভোটার যারা অথবা পুরনো ভোটার যারা ভোটার কার্ডে কোনও পরিবর্তন করেছেন, তারা মাত্র ১৫ দিনের মধ্যে ভোটার কার্ড হাতে পেয়ে যাবেন। এর জন্য নতুন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বর্তমানে ভোটার কার্ড পেতে এক মাস বা তার বেশি সময় লাগে। নতুন প্রক্রিয়ায় ভোটার কার্ড তৈরি করে তা বাড়িতে পৌঁছে দিতে মাত্র ১৫ দিন সময় লাগবে। প্রতিটি ধাপ ডাক বিভাগের মাধ্যমে রিয়েল টাইম ট্র্যাক করা হবে। ভোটাররাও ট্র্যাক করতে পারবেন, তাদের কার্ড কতদূর পৌঁছেছে।

অনলাইনে ভোটার কার্ড তৈরি করতে নির্বাচন কমিশনের ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করতে হবে। এবং অনলাইনেই ভোটার কার্ডের জন্য় আবেদন বা ভোটার কার্ডের সংশোধন করতে পারবেন।