Elon Musk: আদরের নাম ‘শেখর’, ইলন মাস্কের ছেলের ভারতীয়-যোগ জানলে অবাক হবেন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 04, 2023 | 6:24 AM

Elon Musk: শিভন জিলিস ও ইলন মাস্কের দুই সন্তান। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, মাস্ক তাঁর ছেলের মিডলনেম রেখেছেন চন্দ্রশেখর। এর পিছনে রয়েছে এক বিশেষ তাৎপর্য।

Elon Musk: আদরের নাম শেখর, ইলন মাস্কের ছেলের ভারতীয়-যোগ জানলে অবাক হবেন
সন্তানের সঙ্গে ইলন মাস্ক

Follow Us

নয়া দিল্লি : বিশ্ব জুড়ে টেক-দুনিয়ায় যাঁরা বিনিয়োগ করছেন, তাঁদের মধ্যে প্রথম সারিতেই থাকেন ইলন মাস্ক। তাঁর গাড়ি সংস্থা ‘টেসলা’ কিংবা মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স- এর কথা সর্বজনবিদিত। কল্পবিজ্ঞানের দুনিয়া যিনি স্বপ্ন দেখেন, সামনে এল তাঁর এক ভারতীয় যোগ। তাঁর ছেলের নামেই রয়েছে ভারতের ছোঁয়া। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই খবর প্রকাশ্যে এনেছেন।

শিভন জিলিস ও ইলন মাস্কের দুই সন্তান। মন্ত্রী জানিয়েছেন, মাস্ক তাঁর ছেলের মিডলনেম রেখেছেন চন্দ্রশেখর। আসলে ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীর নামের সঙ্গে মিল রেখেই এই নাম দিয়েছেন মাস্ক। সম্প্রতি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সেফটি সামিটে গিয়ে রাজীব চন্দ্রশেখরকে সে কথা জানিয়েছেন ইলন মাস্ক।

১৯৮৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন এস চন্দ্রশেখর। তাঁর নামেই ছেলের নামকরণ করেছেন টুইটার কর্তা। ইলন মাস্কের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে এই খবর জানিয়েছেন রাজীব চন্দ্রশেখর। মন্ত্রীর সেই টুইটের নীচে কমেন্ট করছেন শিভন জিলিস। তিনি জানিয়েছেন, এই খবরটা সত্যি। আমরা ওকে শেখর বলে ডাকি। সুব্রহ্মণ্য চন্দ্রশেখরের জন্যই আমরা এই নাম রেখেছি। মাস্ক ও জিলিসের দুই সন্তান- পুত্র স্ট্রাইডার ও কন্যা আজিওর।

উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী সুব্রহ্মণ্য চন্দ্রশেখরের কথা বলেছেন মাস্ক। ১৯৮৩ সালে নোবেল পেয়েছিলেন তিনি। অবিভক্ত ভারতের লাহোরে জন্মগ্রহণ করেছিলেন চন্দ্রশেখর। তাঁর করে যাওয়া গবেষণা আজও অনেক ক্ষেত্রে বিজ্ঞানের পাথেয়।

Next Article