Enamul-Sehgal: অনুব্রতর পর রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ এনামুল-সেহগল, কেন?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 25, 2023 | 7:40 PM

মামলার শুনানির দিন আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন এনামুল হক ও সেহগল হোসেন।

Enamul-Sehgal: অনুব্রতর পর রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ এনামুল-সেহগল, কেন?
অনুব্রত মণ্ডল ও দুই ঘনিষ্ঠ এনামুল হক ও সেহগল হোসেন।

Follow Us

নয়া দিল্লি: আসানসোলে ফেরার আবেদন জানিয়ে শনিবার রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর সেই আবেদনে পর রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত-ঘনিষ্ঠ এনামুল হক (Enamul Haque) ও সেহগল হোসেনও (Sehgal Hussain)। তবে এঁরা আসানসোলে ফেরার জন্য নয়, আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন এনামুল-সেহগল।

আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন অনুব্রতর পরই রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হন তাঁর দুই ঘনিষ্ঠ এনামুল হক ও সেহগল হোসেন। তাঁরা বিচারক রঘুবীর সিংয়ের বেঞ্চে আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন। ভার্চুয়ালি হাজিরার আবেদনের কারণ সম্পর্কে এনামুল-সেহগল জানান, রমজান মাস চলছে। রোজা রাখছেন। তাই আগামী শুনানির দিন আদালতে যাওয়া সম্ভব নয়। অন্তত ওই একটি দিন ভিডিয়ো কনফারেন্সে হাজিরার অনুমতি দেওয়া হোক। এনামুল-সেহগলের এই আবেদন অবশ্য খারিজ করেননি বিচারক। কেবল পরের শুনানির দিন এনামুল ও সেহগল ভিডিয়ো কনফারেন্সে হাজিরা দিতে পারবেন বলে অনুমতি দিয়েছেন বিচারক রঘুবীর সিং।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক ও সেহগল হোসেন। বর্তমানে তাঁরা তিহাড় জেলে বন্দি। অনুব্রত আসার অনেক আগে থেকেই এঁদের স্থান হয়েছে তিহাড়ে। অনুব্রতর ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত এনামুল ও সেহগল। আসানসোল জেলে বন্দি থাকাকালীন এঁরা পরোক্ষে অনুব্রতর দেখভাল করতেন বলেও খবর প্রকাশ্যে এসেছিল। এবার তিহাড় জেলেও গুরু-র সঙ্গে দুই শিষ্য যোগাযোগ রেখে চলেছেন বলে অভিযোগ ওঠে। এরপর একই দিনে অনুব্রতর পরই এনামুল, সেহগলের রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হওয়ার ঘটনায় সেই অভিযোগই প্রকট হল বলে দাবি রাজনৈতিক মহলের।

Next Article