ভোর থেকে গুলির লড়াই পুলওয়ামায়, এনকাউন্টারে খতম লস্কর-ই-তৈবার কমান্ডার সহ ৩ জঙ্গি
Encounter in Pulwama: কাশ্মীর জোন পুলিশের খবর অনুযায়ী, এখনও অবধি তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এদের মধ্য়ে একজন পাকিস্তানি রয়েছেন। লস্কর-ই-তৈবার ওই কমান্ডারের নাম আইজাজ আলিয়াস আবু হুরাইরা।
কাশ্মীর: একদিকে ড্রোনের আনাগোনা, অন্যদিকে জঙ্গি উপস্থিতি। দুই দিক থেকেই চাপে রয়েছে উপত্যকার নিরাপত্তা বাহিনী ও পুলিশ। এরই মধ্য়ে এ দিন সকালে ফের দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টার অভিযান শুরু হল। গোটা অঞ্চলে জারি করা হয়েছে কার্ফু। শেষ খবর পাওয়া অবধি তিন জঙ্গিকে খতম করা হয়েছে গুলির লড়াইয়ে। এদের মধ্যে একজন পাকিস্তানের লস্তর-ই-তৈবার কমান্ডার বলে জানা গিয়েছে।
এ দিন সকালেই জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা যায়, পুলওয়ামায় এনকাউন্টার অভিযান শুরু হয়েছে। গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়েই পুলিশ, সেনাবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী যৌথ অভিযান চালায় পুলওয়ামায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গুলির লড়াই।
Jammu & Kashmir: Security personnel deployed in Pulwama town where an encounter broke out earlier today. Operation underway.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/V4agNs0OeT
— ANI (@ANI) July 14, 2021
কাশ্মীর জোন পুলিশের খবর অনুযায়ী, এখনও অবধি তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এদের মধ্যে একজন পাকিস্তানি রয়েছেন। লস্কর-ই-তৈবার ওই কমান্ডারের নাম আইজাজ আলিয়াস আবু হুরাইরা। বাকি যে দু’জন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে, তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তাঁরা স্থানীয় জঙ্গি বলেই সন্দেহ। যে জায়গায় এনকাউন্টার হয়েছে, সেখান থেকে বেশি কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
এনকাউন্টার শুরু হওয়ার পর থেকেই গোটা পুলওয়ামা এলাকা জুড়ে কার্ফু জারি করা হয়েছে। আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তা জানতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। আরও পড়ুন: ফের ভারত-পাক সীমান্তে ড্রোনের নজরদারি, গুলি চালাতেই পথ বদলে উধাও পাকিস্তানের দিকে!