ED Officer Arrest: বাঘের ঘরেই ঘোগের বাসা! ২০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার ইডি আধিকারিক

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 02, 2023 | 6:16 AM

Tamil Nadu: ইডি আধিকারিক অঙ্কিত তিওয়ারি বিভিন্ন ব্যক্তিদের ব্ল্যাকমেইল করতেন এবং তাদের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নিতেন। ঘুষের টাকা বাকি ইডি আধিকারিকদের মধ্যেও ভাগ হত। অঙ্কিতের অফিসে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যেখানে ঘুষের টাকা লেনদেনের প্রমাণ রয়েছে।

ED Officer Arrest: বাঘের ঘরেই ঘোগের বাসা! ২০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার ইডি আধিকারিক
ইডির অফিসেও চলছে তল্লাশি।
Image Credit source: ANI

Follow Us

চেন্নাই: রাজ্যের নিয়োগ দুর্নীতিই হোক বা ন্যাশনাল হেরাল্ড কিংবা পত্র চাউল দুর্নীতি- দেশের বড় বড় আর্থিক দুর্নীতির তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এবার ইডির বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ। লক্ষাধিক টাকা ঘুষ(Bribe) নেওয়ার অভিযোগে গ্রেফতার এক ইডি আধিকারিক। শুক্রবার তামিলনাড়ু (Tamil Nadu) থেকে এক ইডি আধিকারিককে গ্রেফতার করে রাজ্য ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি-কোরাপশন বিভাগ। অভিযোগ, এক সরকারি কর্মীর থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন ওই ইডি আধিকারিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ইডি আধিকারিকের নাম অঙ্কিত তিওয়ারি। শুক্রবারই তাঁকে গ্রেফতার করা হয়। আগামী ১৫ ডিসেম্বর অবধি বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। এদিকে, ইডি আধিকারিকের গ্রেফতারির পরই পুলিশ ইডির মাদুরাই অফিসে হাজির হয় তল্লাশির জন্য। ইডির অফিসে পুলিশের তল্লাশি ঘিরে নাটকীয়তা, বিস্তর জলঘোলাও হয়।

সূত্রের খবর, একা অঙ্কিত নন, মাদুরাই ও চেন্নাইয়ের আরও বেশ কয়েকজন ইডি আধিকারিক আর্থিক দুর্নীতিতে জড়িত। তাঁদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

অভিযোগ, ইডি আধিকারিক অঙ্কিত তিওয়ারি বিভিন্ন ব্যক্তিদের ব্ল্যাকমেইল করতেন এবং তাদের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নিতেন। ঘুষের টাকা বাকি ইডি আধিকারিকদের মধ্যেও ভাগ হত। অঙ্কিতের অফিসে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যেখানে ঘুষের টাকা লেনদেনের প্রমাণ রয়েছে। মাদুরাই ও চেন্নাইয়ের ইডি অফিসে তল্লাশি চালানো হতে পারে বলে সূত্রের খবর।

ঘুষ কাণ্ড-

গত ২৯ অক্টোবর অভিযুক্ত ইডি আধিকারিক তামিলনাড়ুর দিন্দিগুলের এক সরকারি কর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা ঘুষ চান মামলা বন্ধ করে দেওয়ার বিনিময়ে। ব্ল্যাকমেইল করতে ওই সরকারি আধিকারিককে অঙ্কিত বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে ইডিকে এই বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে। ৩০ অক্টোবর তাঁকে হাজিরা দিতে হবে। পরেরদিন ইডি অফিসে আসেন ওই সরকারি কর্মী। তখনই তাঁর কাছ থেকে ৩ কোটি টাকা ঘুষ চান অঙ্কিত। এই টাকা দিলে মামলা বন্ধ করে দেওয়া হবে বলে জানান। দীর্ঘক্ষণ দর কষাকষির পর ইডি আধিকারিক ৫১ লক্ষ টাকা ঘুষে রাজি হন।

১ নভেম্বর ওই সরকারি কর্মী অঙ্কিতকে ২০ লক্ষ টাকা ঘুষ দেন। কিন্তু ইডি আধিকারিক জানায় যে ঘুষের পুরো টাকাটাই দিতে হবে কারণ ঊর্ধ্বতন কর্তাদের মধ্যেও টাকা ভাগাভাগি হবে। যদি দ্রুত টাকা না দেন, তবে সরকারি কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপে হুমকিও দেন অঙ্কিত। এতেই সন্দেহ হয় ওই সরকারি কর্মীর। গত ৩০ নভেম্বর তিনি দিন্দিগুলের ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি-কোরাপশন বিভাগে অভিযোগ জানান। এরপরই শুক্রবার, ঘুষের বাকি ২০ লক্ষ টাকা নিতে গিয়ে হাতেনাতে ইডি আধিকারিককে ধরা হয় এবং গ্রেফতার করা হয়।

Next Article