
হায়দরাবাদ: গোটা হায়দরাবাদ জুড়ে কার্যত চিরুনি তল্লাশি চালাল ইডি (The Enforcement Directorate)। শুক্রবার শহরের মোট ৬ জায়গায় রেড করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তেলেঙ্গনা রাষ্ট্র সমিতির সাংসদ (TRS) নাম নাগেশ্বর রাও এবং রাঁচি এক্সপ্রেসওয়ের ডিরেক্টরদের বাড়িতে রেড হয়েছে বলে জানা গিয়েছে। ১ হাজার ৬৪ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির সঙ্গে এই রেডের সংযোগ আছে বলে সূত্রের খবর।
২০১৯ সালের মার্চ মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাঁচি এক্সপ্রেসওয়ে লিমিটেড, মধুকন গ্রুপ অব কোম্পানিসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। অভিযোগ ছিল, রাঁচি-জামশেদপুর ৩৩ নং জাতীয় সড়কে বেনিয়ম হয়েছে। হাইকোর্টও স্বতপ্রণোদিত মামলা দায়ের করে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকে এই প্রকল্পের দেরি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল।
সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের রিপোর্টের ভিত্তিতেই সিবিআই রাঁচি এক্সপ্রেসওয়ে লিমিটেড, মধুকন গ্রুপ অব কোম্পানিস ও কানাড়া ব্যাঙ্কের আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস রিপোর্টে জানিয়েছিল, কানাড়া ব্যাঙ্ক প্রকল্পের গতিবিধি যাচাই না করেই ১,০২৩.৩৯ কোটি টাকা দিয়েছিল। তা ছাড়া ২৬৪ কোটি টাকা প্রকল্পে ব্যবহারই হয়নি বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তেই টিআরএস সাংসদের বাড়িতে রেড করে ইডি। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।
আরও পড়ুন: যেতেই হবে না আরটিও অফিসে, ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন খুব সহজে