
নয়া দিল্লি: জেলের ভিতরেই নাকি সুইমিং পুল চাইছেন প্রাক্তন মন্ত্রী! শুক্রবার আদালতে দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্য়েন্দ্র জৈনের (Satyendar Jain) জামিনের বিরোধিতা করে এমনটাই জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির প্রাক্তন মন্ত্রী ২০২২ সাল থেকেই জেলবন্দি ছিলেন। সম্প্রতিই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েে তিনি জামিন (Bail) পান। সুপ্রিম কোর্টে (Supreme Court) জামিনের বাড়ানোর আবেদন করেছিলেন আপ নেতা। তারই বিরোধিতা করে তদন্তকারী সংস্থা ইডির তরফে আদালতে জানানো হয়, বন্দি আপ নেতা তো জেলের ভিতরে সুইমিং পুল চাইছেন!
শুক্রবার সুপ্রিম কোর্টে আপ নেতা সত্যেন্দ্র জৈনের তরফে হাজির আইনজীবী অভিষেক মনু সিংভি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। সিংভি জানান, সম্প্রতিই তাঁর শিরদাঁড়ায় জটিল অস্ত্রোপচার হয়েছে। এই অস্ত্রোপচারের পর তাঁর গুরুত্বপূর্ণ রিহ্যাবিলেশনের প্রয়োজন।
সিংভির এই আবেদনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের তরফে দাবি করা হয়, চিকিৎসকের পরামর্শ দেখানো হয়েছে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন, তা পর্যাপ্ত নয়। ইডির তরফে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, “উনি জেলের ভিতরে সুইমিং পুল চাইছেন। সকলের এই সামর্থ্য নেই।”
এইমসে যেন সত্য়েন্দ্র জৈনের আলাদাভাবে শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়, তার দাবি জানিয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, “যদি প্রয়োজন পড়ে, তবে আমরা ওঁকে ফিজিওথেরাপির জন্য সুইমিং পুলে নিয়ে যেতে পারি।”
এর জবাবে শীর্ষ আদালতের তরফে বলা হয়, “কী করা যাবে তাহলে? যদি উনি ফিজিওথেরাপি করেন, আপনার তার ছবি তুলে প্রকাশ করবেন”। এরপরই সুপ্রিম কোর্টের তরফে আগামী ১ সেপ্টেম্বর অবধি সত্য়েন্দ্র জৈনের জামিনের মেয়াদ বাড়ানো হয়। ওই একই দিনে জৈনের জামিনের আরেকটি আবেদনের শুনানি রয়েছে।