Prakash Raj: ১০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ! ইডি-র সমন অভিনেতা প্রকাশ রাজকে

Prakash Raj summoned by ED: প্রণব জুয়েলার্সের বিরুদ্ধে সোনায় বিনিয়োগের বিষয়ে একটি ভুয়ো প্রকল্প চালানোর অভিযোগ রয়েছে। সোনায় লগ্নি করার নামে তারা জনগণের টাকা লুঠ করেছে বলে অভিযোগ। প্রণব জুয়েলার্স সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন প্রকাশ। ৫ ডিসেম্বর, চেন্নাইয়ে ইডির কার্যালয়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

Prakash Raj: ১০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ! ইডি-র সমন অভিনেতা প্রকাশ রাজকে
ইডির নজরে এবার প্রকাশ রাজImage Credit source: TV9 Bangla

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 24, 2023 | 9:56 AM

চেন্নাই: এবার ইডির সমন অভিনেতা প্রকাশ রাজকে। ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে ২০ নভেম্বর, তহবল তছরুপ প্রতিরোধ আইনের আওতায়, প্রণব জুয়েলার্স নামে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির এক সংস্থার বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালায় ইডি। এরপরই এই মামলার তদন্তের স্বার্থে সমন পাঠানো হল প্রকাশ রাজকে। প্রসঙ্গত, বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোলাখুলি বিরোধিতা করেন প্রকাশ রাজ।

প্রণব জুয়েলার্সের বিরুদ্ধে সোনায় বিনিয়োগের বিষয়ে একটি ভুয়ো প্রকল্প চালানোর অভিযোগ রয়েছে। সোনায় লগ্নি করার নামে তারা জনগণের টাকা লুঠ করেছে বলে অভিযোগ। সেই অভিযোগের তদন্ত করছে ইডি। আর তারই অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল ৫৮ বছর বয়সী এই অভিনেতাকে। জানা গিয়েছে, প্রণব জুয়েলার্স সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন প্রকাশ। ৫ ডিসেম্বর, চেন্নাইয়ে ইডির কার্যালয়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

ইডির দাবি, ২০ নভেম্বরের তল্লাশি অভিযানে, ১১.৬০ কেজি ওজনের বেহিসেবি সোনার গয়না, ২৩.৭০ লক্ষ টাকার বেহিসাবি নগদ এবং আরও বিভিন্ন অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এই পঞ্জি স্কিম কেলেঙ্কারির বিষয়ে, প্রণব জুয়েলার্স এবং আরও কয়েকটি সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে তিরুচিরাপল্লীতে একটি এফআইআর দায়ের করেছিল অর্থনৈতিক অপরাধ দমন শাখা। এরপরই এই তদন্তের ভার নেয় ইডি। অর্থনৈতিক অপরাধ দমন শাখার মতে, প্রণব জুয়েলার্স সোনায় বিনিয়োগের মাধ্যমে মোটা আর্থিক লাভের প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছ থেকে ১০০ কোটি টাকা তুলেছিল। কিন্তু, সংস্থাটি তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন।