Fake Job Scam: আমাজনে চাকরির নামে ৫২ লক্ষ খোয়ালেন ইঞ্জিনিয়ার, কীভাবে ঘটল?

Fake Job Scam: ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার মতো অভিযোগ তো উঠছেই, এবার সামনে এল চাকরি দেওয়ার নামে বড়সড় প্রতারণার অভিযোগ। আমাজনে চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ৫২ লক্ষ টাকা হাতালেন প্রতারকরা।

Fake Job Scam: আমাজনে চাকরির নামে ৫২ লক্ষ খোয়ালেন ইঞ্জিনিয়ার, কীভাবে ঘটল?
প্রতীকী ছবি

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 30, 2023 | 6:06 AM

কর্নাটক: সাম্প্রতিককালে সব ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে। প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে সংবাদমাধ্যমে সঞ্চালনা করছে এআই অ্যাঙ্কর। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ব্যবহার ব্যক্তিগত থেকে পেশাগত সব ক্ষেত্রেই বাড়ছে। আর এই উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে অপরাধ প্রবণতাও। সাইবার অপরাধের মাত্রা এতটাই বেড়েছে যে একটু অসতর্ক হলেই হাজির হচ্ছে বিপদ।

ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার মতো অভিযোগ তো উঠছেই, এবার সামনে এল চাকরি দেওয়ার নামে বড়সড় প্রতারণার অভিযোগ। আমাজনে চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ৫২ লক্ষ টাকা হাতালেন প্রতারকরা। এমনই অভিযোগ উঠেছে কর্নাটকের উদুপিতে।

পেশায় ইঞ্জিনিয়ার ওই ব্যক্তি আমাদ়জন থেকে একটি ভুয়ো চাকরির অফার পেয়েছিলেন। ২৭ বছরের ওই যুবককে কেউ হোয়াটসঅ্যাপ করে চাকরির অফার দিয়েছিল। বলা হয়েছিল পার্ট টাইম চাকরির সুযোগ দিচ্ছে আমাজন। একই সঙ্গে তাঁকে বলা হয়েছিল টাকা বিনিয়োগ করলে ভাল টাকা রিটার্ন পাওয়া যাবে। তার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে। এরপর শুরু হওয়া টাকা নেওয়া।

ভাল রিটার্ন পাওয়া যাবে বলে ওই ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় ৫২.১৩ লক্ষ টাকা। ৩ অগস্ট থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে ওই মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।

কয়েকদিন আগে এরকমই একটা ঘটনা ঘটেছিল ম্যাঙ্গালুরুর কুলাশেকারায়। সেখানেও এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে তার কাছ থেকে একে একে ১০.৫২ লক্ষ টাকা নিয়ে নেওয়া হয়।

বারবার এই ধরনের ঘটনা নিয়ে সচেতন করে থাকেন সাইবার বিশেষজ্ঞরা। কোথাও টাকা দেওয়ার আগে সব দিক ভাল করে যাচাই করে দেখার কথা বলা হয়। তারপরও মানুষ সেই ফাঁদে পা দিচ্ছেন বলেই ঘটছে বিপদ।