PF Account: দীপাবলিতে বড় উপহার! অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে PF-এর সুদ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 10, 2023 | 2:49 PM

এ বিষয়ে ইপিএফও-র এক্স হ্যান্ডেলে (অতীতের টুইটার) লেখা হয়েছে, “অ্যাকাউন্টে সুদের টাকা পৌঁছে যাওয়ার প্রক্রিয়া জারি রয়েছে। খুব শীঘ্রই তা অ্যাকাউন্টে দেখা যাবে। সুদের টাকা ঢুকে গেলেই তা জমা টাকার সঙ্গে যুক্ত হবে। দয়া করে ধৈর্য্য ধরুন।” এ বিষয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদব জনিয়েছেন, ইতিমধ্যেই ২৪ কোটি পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকেছে।

PF Account: দীপাবলিতে বড় উপহার! অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে PF-এর সুদ
ফাইল চিত্র
Image Credit source: facebook

Follow Us

নয়াদিল্লি: দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) প্রভিডেন্ট ফান্ড (পিএফ) অ্যাকাউন্টে সুদের টাকা দেওয়া শুরু করেছে। দীপাবলির আগেই এই টাকা ঢুকে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য প্রভিডেন্ট ফান্ড সুদ দিচ্ছে ৮.১৫ শতাংশ। ইতিমধ্যেই অনেক গ্রাহকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে। তবে ইপিএফও জানিয়েছে, সব অ্যাকাউন্টে এই টাকার প্রতিফলন হতে একটু সময় লাগতে পারে।

এ বিষয়ে ইপিএফও-র এক্স হ্যান্ডেলে (অতীতের টুইটার) লেখা হয়েছে, “অ্যাকাউন্টে সুদের টাকা পৌঁছে যাওয়ার প্রক্রিয়া জারি রয়েছে। খুব শীঘ্রই তা অ্যাকাউন্টে দেখা যাবে। সুদের টাকা ঢুকে গেলেই তা জমা টাকার সঙ্গে যুক্ত হবে। দয়া করে ধৈর্য্য ধরুন।” এ বিষয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদব জনিয়েছেন, ইতিমধ্যেই ২৪ কোটি পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকেছে।

অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার পরই তা দেখাবে। বেশ কয়েকটি উপায়ে প্রফিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে নিতে পারবেন গ্রাহকরা। টেক্সট মেসেজ, মিসড কল, উমাং অ্যাপ এবং ইপিএফও-র ওয়েবসাইটে গিয়ে ব্যালেন্স দেখা যাবে।

প্রতি অর্থবর্ষে একই হারে সুদ দেয় না ইপিএফও। কোন অর্থবর্ষে পিএফ অ্যাকাউন্টে জমা থাকা টাকার জন্য কত সুদ দেওয়া হবে, তা ঠিক করে ইপিএফও সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ (সিবিটি)। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনার ভিত্তিতে তা ঠিক করে সিবিটি। এই অর্থবর্ষে কত সুদ দেওয়া হবে তা জুলাই মাসে ঘোষণা করেছিল ইপিএফও। এ বছর ৮.১৫ শতাংশ সুদ দিলেও গত অর্থবর্ষে সুদ দিয়েছে ৮.১০ শতাংশ। যা গত চার দশকে সবথেকে কম। ২০২০-২১ সালে ইপিএফও সুদ দিয়েছিল ৮.৫০ শতাংশ।

Next Article