Twin Village: ডাক্তাররাও কারণ ব্যাখ্যা করতে পারছেন না, এই গ্রামে সন্তান জন্মালেই ঘটে ঐশ্বরিক ঘটনা

Bizarre: গ্রামের মানুষের মুখে প্রচলিত হয়েছে যে গ্রামে দেবী লক্ষ্মী  ও নরসিংহ স্বামীর কৃপায় যমজ সন্তানের জন্ম হচ্ছে।

Twin Village: ডাক্তাররাও কারণ ব্যাখ্যা করতে পারছেন না, এই গ্রামে সন্তান জন্মালেই ঘটে ঐশ্বরিক ঘটনা
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Mar 04, 2025 | 7:01 PM

হায়দরাবাদ: এই ধরুন বাজারে আপনার সঙ্গে দেখা হল এক ব্যক্তির, তার কাছ থেকে জানতে চাইলেন ঠিকানা। আবার যেতে যেতেই কিছুটা এগিয়ে দেখলেন, ওই ব্যক্তিই রাস্তার ধারে দোকান চালাচ্ছেন! এক ঝলকে দেখলে মনে হতেই পারে যে ভূত দর্শন করেছেন। আসলে কিন্তু তা নয়, এই গ্রামে এলে এদিক-ওদিক এমন অনেককেই দেখতে পাবেন। সবাই হুবহু এক দেখতে।

তেলঙ্গানার আদিলাবাদ জেলার ভাদ্দাদি গ্রাম যেন ‘জুড়ুয়া’ সিনেমার সেট!  ঘরে ঘরে জন্মাচ্ছে যমজ সন্তান। এই গ্রামে পা রাখলে নিশ্চিতভাবে বিভ্রান্ত হবেন, কারণ সেখানে একই রকম দেখতে দু’জন মানুষ দেখা যায়। এই গ্রামটি  যমজদের জন্যই পরিচিত।

দু’জনের নাম আলাদা হলেও, একই পোশাক পরলে, দুই জমজ ভাইবোনের মধ্যে পার্থক্য করা কঠিন। এই গ্রামে দশটিরও বেশি পরিবারে যমজ সন্তান রয়েছে, তাদের নামও চেহারার সঙ্গে মিল রেখে বিরাট-বিশাল, গৌতমী-গায়ত্রী, হর্ষিত-বর্ষিত, কাব্য-দিব্যা, আলেহা-সালেহা রাখা হয়েছে।

কেন এই গ্রামে বসবাসকারীদের পরিবারে এত জমজ সন্তান জন্ম নিচ্ছে, তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না চিকিৎসকরাও। এদিকে, জমজ শিশুদের চিহ্নিত করতে হিমশিম খেতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। গ্রামের মানুষের মুখে প্রচলিত হয়েছে যে গ্রামে দেবী লক্ষ্মী  ও নরসিংহ স্বামীর কৃপায় যমজ সন্তানের জন্ম হচ্ছে।

ভাদ্দাদির গ্রামবাসীরা বলছেন যে তারা খুবই খুশি যে যমজ সন্তানের কারণে তাদের গ্রাম জেলায় বিশেষ স্বীকৃতি পেয়েছে। এই অনন্যতা রাজ্য পর্যায়ে ভাদ্দাদি গ্রাম এবং আদিলাবাদ জেলায় এক নতুন পরিচয় এনে দিচ্ছে।