Chandrababu Naidu arrest: গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 09, 2023 | 8:14 AM

Chandrababu Naidu arrest: শনিবার ভোরে যখন নিজের ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন চন্দ্রবাবু, সেই সময়েই হাজির হয় সিআইডি।

Chandrababu Naidu arrest: গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
চন্দ্রবাবু নাইডু গ্রেফতার
Image Credit source: TV9 Bangla

Follow Us

অন্ধ্র প্রদেশ: সাত সকালে গ্রেফতার করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে। অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবুকে শনিবার গ্রেফতার করেছে সিআইডি। একটি দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। নান্দিয়াল হাসপাতালে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ২০২১ সালে দুর্নীতির অভিযোগে একটি মামলা হয়েছিল। তার ভিত্তিতে আজ গ্রেফতার করা হল চন্দ্রবাবুকে। এদিন ভোরে নিজের ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন চন্দ্রবাবু। সেই সময় গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হয় সিআইডি।

জানা যাচ্ছে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হবে চন্দ্রবাবুকে। পুলিশ জানিয়েছে এই মামলার সমস্ত তথ্য় ও প্রমাণ আদালতে পেশ করা হয়েছে ইতিমধ্যেই। পুলিশকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন চন্দ্রবাবু। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাঁর কনভয়ে করেই নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর নিরাপত্তারক্ষীরাও সঙ্গে থাকতে পারবেন বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ, তাঁকে যে গ্রেফতার করা হতে পারে, এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন চন্দ্রবাবু। গত শুক্রবারই অন্ধ্র প্রদেশের সমাজ কল্যান মন্ত্রী মেরুগা নাগার্জুন চন্দ্রবাবুর গ্রেফতারির দাবিতে সরব হন। এক সাংবাদিক বৈঠকে ওই মন্ত্রী বলেছিলেন, সাধারণ মানুষের টাকা লুঠ করার অপরাধে গ্রেফতার করা হোক চন্দ্রবাবুকে।

তাঁর গ্রেফতারি ঘিরে রীতিমতো নাটকীয় পরিবেশ তৈরি হয় মধ্যরাতে। আচমকা সিআইডি হাজির হলে প্রতিবাদ জানান টিডিপি-র কর্মী-সমর্থকেরা। বিপুল বিক্ষোভের মুখে চন্দ্রবাবুকে গ্রেফতার করাই কার্যত কঠিন হয়ে গিয়েছিল পুলিশের জন্য। সব প্রমাণ যে আছে, সে কথা বারবার বলতে হয় পুলিশকে। পরে সকাল ৬টায় গ্রেফতার করা হয় তাঁকে। দুর্নীতি, ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে চন্দ্রবাবুর বিরুদ্ধে।

Next Article