নয়া দিল্লি: শুক্রবার (২৪ ডিসেম্বর) আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোছার এবং তাঁর স্বামী দীপক কোছারকে গ্রেফতার করল সিবিআই। বেসরকারী ব্যাঙ্কের শীর্ষপদে থাকাকালীন, ভিডিওকন গোষ্ঠীকে দেওয়া ৩,০০০ কোটি টাকারও বেশি ঋণ দেওয়ার ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ রয়েছে। ২০১৮ সালের অক্টোবরে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ছন্দা কোছার। তাঁর বিরুদ্ধে ভিডিওকন গোষ্ঠীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠার পরই ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন তিনি।
২০১২ সালে ভিডিওকন গোষ্ঠীকে ৩,২৫০ কোটি টাকার ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছিলেন ছন্দা কোছার। তাঁর বিরুদ্ধে, সেই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কের আচরণবিধি এবং অভ্যন্তরীণ নীতি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল। পরবর্তী ক্ষেত্রে ভিডিওকনকে দেওয়া ঋণ, আইসিআইসিআই ব্যাঙ্কের জন্য একটি ননপারফর্মিং অ্যাসেটে পরিণত হয়। তবে, এই লেনদেন থেকে ছন্দা কোছার ও তাঁর স্বামী দীপক কোছার এবং তাঁর পরিবারের সদস্যরা উপকৃত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পরে, তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার অভিযোগে তদন্ত শুরু করেছিল সিবিআই।
অভিযোগ অনুযায়ী, ভিডিওকনকে ওই ঋণের অনুমোদন দিয়ে ঘুরপথে সংস্থার কাছ থেকে সুবিধা নিয়েছিলেন তিনি। তাঁর পদের অপব্যবহার করেছিলেন। ভিডিওকন গোষ্ঠীকে আইসিআইসিআই ব্যাঙ্ক ওই বিপুল পরিমাণ ঋণ দেওয়ার কয়েক মাস পরই, সংস্থার প্রাক্তন চেয়ারম্যান বেনুগোপাল ধুত নিউপাওয়ার রিনিউয়েবলস নামে এক সংস্থআয় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এই সংস্থাটির মালিক হলেন ছন্দা কোছারের স্বামী দীপক কোছার।
তিন দশকেরও বেশি সময় ধরে আইসিআইসিআই ব্যাঙ্কের বিভিন্ন পদে ছিলেন ছন্দা কোছার। ভারতের সবচেয়ে প্রভাবশালী মহিলা ব্যাঙ্কারদের একজন হয়ে উঠেছিলেন তিনি। ভিডিওকনকে ঋণ দেওয়ার ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ওঠা বেনিয়মের যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করেছেন।