Virender Sehwag Brother: ৭ কোটির চেক বাউন্স! সেওয়াগকে গ্রেফতার করল পুলিশ

Sehwag arrested by police: স্বাভাবিক ভাবেই বীরেন্দ্র সেওয়াগের পরিবারের ক্ষেত্রে বড় ধাক্কা। তাঁরা চার ভাই বোন। বীরেন্দ্র সেওয়াগের দুই দিদি ও এক ভাই। সেই বিনোদকেই গ্রেফতার করেছে পুলিশ। দেশের জার্সিতে দীর্ঘ ১৪ বছর সম্মানের সঙ্গে খেলেছেন বীরেন্দ্র সেওয়াগ।

Virender Sehwag Brother: ৭ কোটির চেক বাউন্স! সেওয়াগকে গ্রেফতার করল পুলিশ
Image Credit source: PTI FILE

Mar 07, 2025 | 11:23 PM

ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের ব্যক্তিগত জীবনে আরও একটা ধাক্কা। গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় তাঁর ব্যক্তিগত জীবন। দেশের অন্যতম সফল ওপেনার বীরেন্দ্র সেওয়াগের ডিভোর্সের জল্পনা ছড়িয়েছে। আরও একটা ধাক্কা। চেক বাউন্সের জন্য বীরেন্দ্র সেওয়াগের ভাই বিনোদ সেওয়াগকে গ্রেফতার করেছে চণ্ডীগড় পুলিশ। বিনোদ সেওয়াগকে ফেরার ঘোষণা করেছিল কোর্ট। এরপরই চণ্ডীগড়ের মণিমাজরা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

বীরেন্দ্র সেওয়াগের ভাই বিনোদ রাঠারোর বিরুদ্ধে অভিযোগ, তাঁর দেওয়া ৭ কোটি টাকার চেক বাউন্স করেছে। সেই কেস এখনও কোর্টে চলছে। কিন্তু আদালতে হাজির হননি বীরেন্দ্র সেওয়াগের ভাই। এরপরই বিনোদ সেওয়াগকে ফেরার ঘোষণা করে আদালত। তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ। তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর আইনজীবি জামিনের আবেদন করেছেন।

স্বাভাবিক ভাবেই বীরেন্দ্র সেওয়াগের পরিবারের ক্ষেত্রে বড় ধাক্কা। তাঁরা চার ভাই বোন। বীরেন্দ্র সেওয়াগের দুই দিদি ও এক ভাই। সেই বিনোদকেই গ্রেফতার করেছে পুলিশ। দেশের জার্সিতে দীর্ঘ ১৪ বছর সম্মানের সঙ্গে খেলেছেন বীরেন্দ্র সেওয়াগ। বিশ্বের অন্যতম সেরা ওপেনার। বিধ্বংসী ব্যাটার। জিতেছেন বিশ্বকাপও। তবে গত কয়েক সপ্তাহ ধরে বীরেন্দ্র সেওয়াগের ব্যক্তিগত জীবন অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে।