নয়া দিল্লি: সোমবার, ১৮ সেপ্টেম্বর বিশেষ অধিবেশনের মধ্য দিয়ে পুরানো সংসদ ভবনের (Old Parliament Building) আনুষ্ঠানিক কর্মসূচি সমাপ্ত হল। তবে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে আগামিকাল, ১৯ সেপ্টম্বর। গ্রুপ ফটো সেশন, সেন্ট্রাল হলে যৌথ অধিবেশন-সহ বিশেষ কর্মসূচি রাখা হয়েছে। আর সেই যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং (Manmohan Singh)। অন্যদিকে, আগামিকাল থেকে নতুন সংসদ ভবনে বসবে অধিবেশন।
পুরানো সংসদ ভবনকে আনুষ্ঠানিক বিদায় জানানোর কর্মসূচি একনজরে
অন্যান্য দিনের তুলনায় আগামিকাল সকালে নির্ধারিত সময়ের কিছুটা আগেই সকল সাংসদ পুরানো সংসদ ভবনে পৌঁছে যাবেন। সকাল সাড়ে ৯ টায় সংসদ ভবন চত্বরে লোকসভা এবং রাজ্যসভার সব সদস্যদের গ্রুপ ফোটো তোলা হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
গ্রুপ ফোটো সেশনের পর বেলা ১১ টা নাগাদ ওই সংসদ ভবনের সেন্ট্রাল হলে বিশেষ যৌথ অধিবেশনের আয়োজন করা হয়েছে। সেই অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়, স্পিকার ওম বিড়লা থেকে রাজ্যসভার দলনেতা পীযূষ গোয়েল, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে এবং লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বক্তব্য রাখবেন। এছাড়া দীর্ঘদিন সাংসদ থাকার জন্য পুরানো সংসদ ভবনকে শ্রদ্ধাঞ্জলি জানাতে বক্তব্য রাখবেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা শিবু সোরেন এবং বিজেপি নেত্রী মেনকা গান্ধী। প্রত্যেক বক্তার জন্য ৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে।
যৌথ অধিবেশনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর সমস্ত সাংসদরা একসঙ্গে পুরানো সংসদ ভবনকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন। বেলা ১১ টা ৪৫ মিনিট নাগাদ সকল সাংসদ একসঙ্গে পুরানো পার্লামেন্ট থেকে নতুন সংসদ ভবনের দিকে যাবেন। শাসক ও বিরোধী দলের সকল সাংসদ একসঙ্গে নতুন সংসদ ভবনে প্রবেশ করবেন। এরপর বিশেষ অধিবেশনের মাধ্যমে আগামিকালই নতুন সংসদ ভবনের কর্মকাণ্ড শুরু হবে।
প্রসঙ্গত, এদিন পুরানো সংসদ ভবনের বিশেষ অধিবেশন বসে এবং অধিবেশনে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পুরানো সংসদ ভবনের ইতিহাস তুলে ধরেন এবং সকল সাংসদকে অনুপ্রাণিত করতে বহু ইতিহাসের সাক্ষ্য এই ভবন থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।