রাজ্যসভায় বিজেপির দলনেতা হলে পীযূষ গোয়েল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 14, 2021 | 7:23 PM

Piyush Goel: প্রাক্তন মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট রাজ্যপাল হওয়ার পর থেকে এই পদ শূন্য ছিল।

রাজ্যসভায় বিজেপির দলনেতা হলে পীযূষ গোয়েল
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: জল্পনা ছিলই। দৌড়ে অন্যান্যদের নাম থাকলেও শেষ পর্যন্ত রেলমন্ত্রী পীযূষ গোয়েলকেই বেছে নেওয়া হল বিজেপির রাজ্যসভার দলনেতা হিসেবে। এর আগে এই পদে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট। সম্প্রতি কর্ণাটকের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে। এরপরই নতুন দলনেতা বেছে নেওয়া হল।

মন্ত্রিসভার রদবদলের পর থেকেই প্রাক্তন রেলমন্ত্রীর নাম নিয়ে চলছিল জল্পনা। এ দিন এই পদে তাঁর নাম নির্বাচিত হওয়ার পর পীযূষ গোয়েল ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সংসদের উচ্চকক্ষে বিজেপির নেতা হিসেবে তিনজনের নাম উঠে এসেছিল। ছিল পীযূষ গোয়েল, নির্মলা সীতারমণ ও ভুপেন্দ্র যাদবের নাম।

মন্ত্রিসভার রদবদলের আগে আগেই পদত্যাগ করেন বিজেপির রাজ্যসভার প্রাক্তন দলনেতা থাওয়ারচন্দ গেহলট। তাঁকে রাজ্যসভা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে কর্ণাটকের রাজ্যপাল পদে পুনর্বাসন দেওয়া হয়েছে। গত ১১ জুলাই সেরাজ্যের রাজ্যপাল পদে শপথ নিয়েছেন তিনি। এরপরই বেছে নেওয়া হল আর এক অভিজ্ঞ নেতাকে। ২০১০-থেকে রাজ্যসভার সাংসদ পীযূষ গোয়েল। মন্ত্রিসভার রদবদলে রেল মন্ত্রক চলে গিয়েছে পীযূষ গোয়েলের হাত থেকে। আরও পড়ুন: বন্ধই থাকছে লোকাল ট্রেন, রাজ্যে ফের বাড়ল বিধি-নিষেধের মেয়াদ

Next Article