
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত বাংলা। অসম, ঝাড়খণ্ডেও বিক্ষোভের আঁচ ছড়াচ্ছে। মুসলিমদের সম্পত্তি নিয়ে আইন কার্যত হিন্দু বনাম মুসলিম দ্বন্দ্বে পরিণত হয়েছে। এই সময়ই আজ ডঃ বি আর অম্বেদকরের জন্মবার্ষিকী। যিনি বলেছিলেন সমতার কথা। দেশের সংবিধানের প্রণেতা তিনি। তাঁকে নিয়ে আরও রাজনীতির টানাপোড়েন চলে। তবে অনেকেই জানেন না, বি আর অম্বেদকর বলেছিলেন যে পাকিস্তান সৃষ্টির পরেও, ভারতে সাম্প্রদায়িকতার সমস্যা শেষ হওয়ার সম্ভাবনা নেই। কেন দেশভাগে আপত্তি জানিয়েছিলেন তিনি? কেন বলেছিলেন হিন্দুদের পাকিস্তান যেতে অস্বীকার করা উচিত? আম্বেদকর তাঁর বহুল চর্চিত বই “পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া”-তে স্বাধীনতার আগে মুসলমানদের জন্য একটি পৃথক দেশ পাকিস্তান গঠনের ক্রমবর্ধমান দাবি নিয়ে লিখেছিলেন। দেশভাগ এবং সাম্প্রদায়িকতার সমস্যার শিকড়ে পৌঁছনোর চেষ্টা করেছিলেন তিনি। ওই বইতেই লিখেছিলেন, “আমি মনে করি পাকিস্তান গঠন এই সমস্যার তীব্রতা অনেকাংশে কমাতে পারে, কারণ এতে ভারতে মুসলিম জনসংখ্যা কমবে।...